আরজি কর ঘটনার পর যে ট♎লিউড তারকারা চরম ভাবে প্রতিবাদে সামিল হয়েছিলেন, আন্দোলনের ডাক দিয়েছিলেন তাঁদের অন্যতম হলেন সোহিনী সরকার। সেই সময় জানিয়ে দেন উৎসবে ফিরবেন না। বোনের মৃত্যুতে অশৌচ চলছে। কিন্তু এদিন কালীপুজোর উদ্বোধনে যেতেই কটাক্ষের মুখে পড়তে হল অভিনেত্রীকে।
আরও পড়ুন: 'ন্যাচরাল গ্লো আনতে চাইছেন?' কালীপুজো উপলক্ষ্য𒈔ে খোঁপায় ঠেসে বাজি লাগালেন মহিলা! হেসে কুটোপুটꦰি নেটনাগরিকরা
কী ঘটেছে?
গত ৯ অগস্ট কলকাতার বুকে যে ন্যক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে তাঁর তীব্র প্রতিবাদ জানিয়েছে গোটা শহর, রাজ্যর মানুষ। বাদ যায়নি দেশ, বিদেশের বিভিন্ন প্রান্তও। আর গোটা ঘটনায় যাঁরা প্রতিবাদ, আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাঁদের অন্যতম ছিলেন সোহিনী সরকার। ঘটনার মাসখানেক কাটার পর মুখ্যমন্ত্রী যখন উৎসবে ফেরার ক𝓡থা বলেন, তখন আরও অনেকে💯র মতোই তিনিও জানান তাঁর অশৌচ চলছে। তিনি উৎসবে ফিরবেন না। কথা মতো দুর্গাপুজোয় সেভাবে তাঁকে কোথাও দেখা যায়নি। কিন্তু কালীপুজোর উদ্বোধনে দেখা যেতেই ফের কটাক্ষের শিকার সোহিনী।
আরও পড়ুন: 'অ্যাকশন বললেই✅ একটা...' পর্দায় মা কালী থেকে দুর্গা সবই হয়েছেন, কখনও কিছু অতিপ্রাকৃত অনুভব করেছেন পায়েল?
এদিন সোহিনী সরকার সল্টলেকের একটি কালীপুজোর উদ্বোধনে যান। সেখানে গিয়ে সবার সঙ্গে হেসে ছবি তোলেন। বাদ ﷽দেননি ঢাকের তালে নাচ করতে। ফিতে কেটে পুজো উদ্বোধন করেন। দেন অঞ্জলিও। সেখানে তাঁকে লাল ব্লাউজের সঙ্গে সাদা লাল পাড় শাড়ি পরে দেখা গিয়েছে। সঙ্গে বিনুনি করে খোঁপা বেঁধেছেন। হাতে পরেছেন লাল চুরির গোছা, কানের বড় দুল। তাঁর এই কালীপুজোর উদ্বোধনের ভিডিয়ো দেখেই ট্রোল করছে নেটিজেনদের একাংশ।
আরও পড়ুন: টেক্কা 'বিগেস্ট অরগ্যানিক হিট' দাবি নিয়ে ﷺহেঁয়াಌলি ভরা উত্তর দেবের, কটাক্ষ বহুরূপীকে?
কে কী বলছেন?
এক ব্যক্তি এদিন লেখ🧔েন, 'আপনার না অশৌচ চলছিল? বিচার তো আসেনি। এর মধ্যেই অশৌচ মিটে গেল?' কেউ আবার লেখেন, 'বিচার না পেলে উৎসবে ফিরবেন না বলেছিলেন। কী হল ভুলে গেলেন নাকি?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কত টাকা নিলেন কষ্ট𝓀 ভুলতে? হিপোক্রিট মহিলা একদম।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আপনার থেকে এটা একেবারেই প্রত্যাশা করিনি।'