মুক্তি পে🌌তে না পেতেই ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হল সিংঘম এগেনের টাইটেল ট্র্যাক! নেপথ্যে ভুল ভুলাইয়া ৩ ছবির প্রযোজক টি সিরিজ। কারণ? উক্ত প্রযোজনা সংস্থা কপিরাইট দাবি করেছে। ফলে এখানেই প্রশ্ন উঠেছে তবে কি মুক্তির আগে জমে উঠেছে ভুল ভুলাইয়া ৩ এবং সিংঘম এগেন ছবি দুটোর সংঘাত?
আরও পড়ুন: কা🃏লীপুজোর উদ্বোধনে দেব, প্রধানকে একবার ছুঁতে আকুলিবিকুলি তরুণীদের! তারপর...?
কী ঘটেছে?
১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা সিংঘম এগেন এবং ভুল ভুলাইয়া ৩ ছবি দুটোর। দিওয়ালির আবহে আসছে দুই বিগ বাজেট ছবি। আর তার ঠিক আগেই সিংঘম এগেন ছবির টাইটেল ট্র্যাকে কপিরাইট দাবি করল টಞি সিরিজ। আসল সিংঘম থিম যেটা ২০১১ সালে বানানো হয়েছিল সেটার কিছু অংশ সিংঘম এগেন ছবির টাইটেল ট্র্যাকে রাখা হয়েছে। গানটি কম্পোজ করেছেন রবি বাসরুর। শনিবার আপলোড করা হয় গানটি। তারপরই সোমবার অনেকে লক্ষ্য করেন যে ইউটিউবে নেই গানটি। আর সেই জায়গায় দেখা যাচ্ছে একটি বার্তা, যেখানে লেখা গানটি সরিয়ে নেওয়া হয়েছে টি সিরিজের তরফে কপিরাইট স্ট্রাইক দেওয়ার কারণে।
সিংঘম এগেন ছবিটির টাইটেল ট্র্যাক সারেগামার ইউটিউব চ্যানেল পোস্ট করা হয় শনিবার। সোমবার সকালে সেটা উধাও হয়ে যায়। এরপর মঙ্গলবার আবার এডিটেড ভার্সন পোস্ট করা হয় উক্ত ইউটিউব চ্যানেলে। আর সেই গান শুনতে গিয়েই দেখা গিয়েছে সেখানে সিংঘম থিমের💙 জায়গাটা নেই যেটা আগের দুটো ছবির টাইটেল ট্র্যাকে শোনা গিয়েছিল। ২০১১ সালে অজয় অতুল সেটা কম্পোজ করেছিলেন এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির জন্য। টি সিরিজ সেটা রিলিজ করেছিল।
এই 💧বিষয়ে হিন্দুস্তান টাইমসকে সারেগামা মিউজিকের তরফে জꦇানানো হয়েছে, 'হ্যাঁ, একটা ছোট সমস্যা হয়েছিল সিংঘম এগেন ছবির টাইটেল ট্র্যাক নিয়ে। কিছু জায়গায় কপিরাইট ক্লেম এসেছে। কিন্তু সেটা সঙ্গে সঙ্গেই ঠিক করে নেওয়া হয়েছে।'
অনেকেই এই বিষয়টাকে টি সিরিজের চাল বলে মনে করেছেন। বক্স অফিসে টক্কর জমার আগে ইচ্ছে করেই বিষয়ট💝া ঘটানো হয়েছে বলে মত নেটিজেনদের। আর তেমন ম﷽ন্তব্য কমেন্ট বক্সের দিকে নজর রাখলেই দেখা যাচ্ছে।
আরও পড়ুন: '৬০ শতাংশ পরিচালকই যৌন হেনস্থাকারী', মন্তব্য করে বিপাকে স্বরূপ! ২৩ কোটির মানহানির মামলা পরি𒁏চালকদের
ভুল ভুলাইয়া ৩ ছবিটি প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। আগের দুটো ছবিই বক্স অফিসে দারুণ ভাবে সফল হꦺয়েছিল। এবার পালা তৃতীয় ছবিটির। আনিস বাজমি পরিচালনা করেছেন এই ছবির। মুখ্য ভূমিকায় আছেন বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি প্রমুখ🌠।
সিংঘম এগেন প্রসঙ্গে
সিংঘম এগেন ছবিটির পরিচালনা করছেন রোহিত শেট্টি। তাঁর কপ ইউনিভার্সে রয়েছে একাধিক বলিউড স্টার। অজয় দেবগন থেকে শ🗹ুরু করে করিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর প্রমুখ। এই ছবির গল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে রামায়ণের ছোঁয়া।