বাঙালির ভূত চতুর্দশী আজ। যদিও আজকাল অনেকেই এসব ভূত চতুর্দশীর বদলে হ্যালোইন উদযাপন করতেই বেশি পছন্দ করেন। কিꦆন্তু ব্যাপারটা যাই হোক, দুটোর সঙ্গেই জড়ꦇিয়ে ভৌতিক ব্যাপার। অতিপ্রাকৃত জগৎ। পর্দায় দেবী দুর্গা থেকে মা কালী, বেহুলা সহ বিভিন্ন দেবী, পৌরাণিক চরিত্রে অভিনয় করেছেন পায়েল দে। তিনি কি কখনও এমন কিছুর সাক্ষী থেকেছেন যার ব্যাখ্যা তিনি পাননি। কী জানালেন হিন্দুস্তান টাইমস বাংলাকে?
আরও পড়ুন: মুক্তির আগেই জমে উঠেছে সংঘ൲াত! টি-সিরিজের কপিরাইটের জের, সিংঘম এগেনের টাইটেল ট্র্যাক সরিয়ে দিল ইউটিউব!
আরও পড়ুন: কালীপুজোর উদ্বোধনে দেব, ‘প্রধান’কে একবার ছুঁতে আকুলিবিকুলি তরুণীদেꦯর! তারপর...?
শ্যুটিংয়ে কখনও অতিপ্রাকৃত কিছু অনুভব করেছেন পায়েল?
এই বিষয়ে তিনি জানান, 'যখনই কোনও চরিত্র করি, চেষ্টা করি ওই চরিত্র সংক্রান্ত যতটা পড়াশোনা করা যায় করার। তব😼ে হ্যাঁ, যখনই কোনও পারফরমেন্স করি সে কালী হোক বা দুর্গা, আমরা পারফর্মাররা অদ্ভুত এক এনার্জি অনুভব করি, ওটা না আমাদের মধ্যে কাজ করে তখন। রেডি হয়ে যখন স্টেজে যাই বা ক্যামেরার সামনে দাঁড়াই তখন এই অদ্ভুত এনার্জি কাজ করতে থাকে। এই এনার্জিটাকে কখনও কয়েকটা কথায় ব্যাখ্যা করা যায় না, যে কী এটা। পৌরাণিক চরিত্রে, বা ঠাকুর দেবতার চরিত্রে যতবার অভিনয় করেছি তখনই এই অদ্ভুত এনার্জি আমার মধ্যে কাজ করেছে। যেই অ্যাকশন বলে তখন থেকে শুরু করে কাট বলা পর্যন্ত আমরা একটা অদ্ভুত দুনিয়ায়, একটা অন্য জোনে চলে যাই। আর সেটা ব্যাখ্যা করা সত্যিই খুব মুশকিল।'
তবুও কখনও কি ভৌতিক কিছু অনুভব করেছেন পায়েল?
রামপ্রসাদ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী জানান তিনি এসবে একদমই বিশ্বাস করেন না। তাঁর কথায়, ‘আমি এসব বিশ্বাস করি না। ভৌতিক বা অলৌকিক কোনও কিছুতে আমার বিশ্বাস ন꧙েই। আমি পজিটিভিটিতে বিশ্বাস করি। নিজে পজিটিভ হলে, সবসময় পজিটিভ থট কাজ করলে ভালো জিনিস ঘটতে বাধ্য। মন দিয়ে কিছু চাইলে সেটা হবেই। হয়তো সময় লাগবে তবে হবেই।’
কালীপুজোয় কী প্ল্যান পায়েলের?
পায়েল জানালেন, 'শ্যুটিং নেই, ফলে ওই বাড়ি♍তেই থাকব। ছে♔লের সঙ্গে সময় কাটাব।'