সদ্যই মুক্তি পেয়েছে খাদান ছবির প্রথম গা♌ন রাজার রাজা। এটি একটি ড্যান্স নম্বর। আর সেখানেই পুর🍌নো, চেনা দেবকে দেখা গিয়েছে। আর তাঁর সেই রূপ দেখে রীতিমত মুগ্ধ নেটপাড়া। বইছে প্রশংসার ঝড়। নস্টালজিয়ায় ভেসেছেন কেউ কেউ।
আরও পড়ুন: 'দ্বীপ জ্বে🦩লে যাই'-এর রিমেকের পরিকল্পনা রাইমার! মুখ্য ভূমিকায় কাকে ভাবছেন সুচিত্রা সেনের নাতনি?
রাজার রাজা গানটি প্রসঙ্গে
রাজার রাজা গানটি লিখেছেন ঋতম সেন। গেয়েছেন অরিজিৎ সিং। তাঁকে সঙ্গ দিয়েছেন খোদ দেব। গানটিতে দেখা যাচ্ছে দেব শিবের মূর্তি টেনে আনছেন। করছেন আরতি। তারপরই ধরা দেন সেই পুরোনো চেনা অবতারে।🀅 তাঁর নাচের স্টেপে ঝড় তোলেন। জমাটি এই ড্যান্স নম্বরটি মাত্র একদিনেই প্রায় সাড়ে ৪ বার শোনা হয়েছে। বর্তমানে ১ নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে রাজার রাজা।
কে কী বলছেন?
দেবকে চেনা ছন্দে ফিরতে দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। এক ব্যক্তি লেখেন, 'আমি জিৎ ভক্ত হয়ে বলছি এই দেবকেই মিস করছিলাম। ধন্যবাদ দেব দাদা এভাবে ফিরে আসার জন্য। এই দেবকেই তো চাই।' আরেকজন লেখেন, 'এই শহরের সবথেকে বড় রংবাজ ফিরে এসেছে।' কেউ আবার নস্টালজিয়া উসকে লেখেন, 'খাদান সিনেমার একটি গান বেরিয়েছে সদ্য। নোটিফিকেশন এল। খুলে দেখলাম। দেব নাচছে। গানটি অতীব খারাপ হলেও,বহুদিন পর এমন ধরণের জমজমাট গানে নাচছেন দেব। কিন্তু চ্যালেঞ্জে ভজ গৌড়াঙ্গতে বা পাগলু ডান্সে যে দেবকে নাচতে দেখেছি, সেই দেব নয়। সেই মাখনের মতো স্টেপস, সেই ফ্ল-লেস মুভমেন্ট, সুঠাম শরীরখানা পালকের মতো হাওয়ায় ওড়ানো দেব আর আমাদের কৈশোরের উন্মাদনা- দুই-ই এখন অনেক ফিকে। চেহারা ভারী হয়েছে, মরচে ধরেছে মুভমেন্টেও। তবু, এক জায়গায় ক্লোজ আপ শটে যে এক চিলতে হাসি দিলেন, ঐ টে চিরন্তন। এসব 𒉰দেখে মনে হয়, কত তাড়াতাড়ি যেন বুড়িয়ে গেলাম আমরাই, মাঝে মধ্যে ঐ এক ঝলক স্মৃতির রোদই সম্বল!'
চতুর্থ ব্যক্তি লেখেন, 'নস্টালজিক ভাই নস্টালজিক… সবার অপেক্ষা সার্থক।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'কতদিন পর চেনা দেবকে 🗹দেখলাম।' কেউ🌞 আবার লেখেন, 'পুরুলিয়ার ছৌনাচ সাথে দেব দার নাচ পুরো জমে ক্ষীর! সেই পুরোনো দেবকে আবার ফিরে পেলাম।'
আরও পড়ুন: জাতীয় কবি হয়েও 'দেশের শত্রু ছ൲িলেন' রবীন্দ্রনাথ? সত্য উদঘাটনে মরিয়া ঋত্বিক-শ্রাবন্তী
খাদান ছবিটি প্রসঙ্গে
ছবিটির পরিচালনা করেছেন সুজিত দত্ত। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন দেব। মুখ্য ভূমিকায় দেখা যাবে দেব, যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, প্রমুখকে🗹। চলতি বছরের বড়দিনের সময় মুক্তি পাবে এই ছবিটি।