আরজি করের♔ হয়ে প্রতিবাদ মিছিলে নেমেছিলেন কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। সোমবার, ১৯ অগস্ট নব নালন্দা স্কুল থেকে গোলপার্ক থেকে এই মিছিল চলে। সেই মিছিলেই রূপম ইসলাম, অনুপম রায়, প্রশ্মিতা পাল, লোপামুদ্রা মিত্র, শিলাজিৎ মজুমদারের সঙ্গে পা মিলিয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী এবং অনীক ধর। তারপরই তাঁদের বিস্তর সমালোচনার মুখে পড়তে হল। কিন্তু কেন?
আরও পড়ুন: ব⭕িতর্ক♋ উপেক্ষা করে পথে নামলেন ইমন-মনোময়-অনুপম-রূপমরা, কৌশিকী বললেন, 'রাতে কাজ পড়লে যাব না?'
আরও পড়ুন: 'সাধারণ মানুষ যে পথ নেবে, আমরাও...', সঙ্গী🐟তশিল্পীদের প্রতিবাদ মিছিলে নেমে 'বন্ধু' অরিজিৎকে সমর্থন ꦆরূপমের
কী ঘটেছে?
এই মিছিলে দেখা গিয়েছে একটি জায়গায় জমায়েত করে যখন শিল্পীরা এবার তোর মরা গাঙে বান এসেছে গানটি গাইছিলেন তখনই লগ্নজিতা চক্রবর্তীর ব্যাটারি চালিত মোমবাতি খারাপ হয়ে যায়। তিনি সেটাকে অনবরত ঠিক করার চেষ্টা করতে꧒ থাকেন। আর এই কাণ্ড দেখেই অনেকে লেখেন, 'আরও নিয়ে যান ব্যাটারি চালিত মোমবাতি। সাধারণ মোমবাতি ধরতে কত ভয়!' দ্বিতীয় ব্যক্তি লেখেন 'ঠিকই!'
কেউ আবার অনীক রাতের এই প্রতিবাদ মিছিলে সানগ্লাস পরে এসেছেন বলে কটাক্ষ করেছেন গায়ককে। লিখেছেন, 'অনীকের চোখে কি আঞ♎্জনি হয়েছে?'
আরও অনেকেই এই পোস্টে শিল্পীদের ব্যঙ্গ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এই আন্দোলন রাস্তায় কর♏ে লাভ নেই। সর্বস্তরের মানুষদের নিয়ে কালীঘাটে গিয়ে দিদিকে গদিচ্যুত করে হাসিনার মত করতে পারাটাই আসল কাজ' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'না বেরোলে তো আর মুখ রক্ষা হয়না তাই এখন বেরিয়েছে সারা পৃথিবী আপনাদের অনেক আগে আমাদের পাশে দাঁড়িয়েছে এটা মাথায় রাখবেন।'
আরও পড়ুন: রাখির বাজারেও স্ত্রী ২ -র রমর𓂃মা! সোমবার ৩৮ কোটি আয় শ্রদ্ধার ছবির, কী অবস্থ🅰া 'খেল খেল মে - বেদা'র?
আরও পড়ুন: 'মুম্বইয💙়ের বন্ধুদের কাছে মাথা হেঁট হয়ে গিয়েছে', আরজি কর ক💧াণ্ডে পথে নেমেই প্রতিক্রিয়া অনীকের
গায়কদের প্রতিবাদ মিছিল
সঙ্গীত শিল্পীদের এই মিছিলে পা মিলিয়েছেন অন্বেষা দত্ত, মনোময় ভট্টাচার্য, পটা, অনুপম রায়, রূপম ইসলাম, লগ্নজিতা চক্রবর্তী প্রমুখ। কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যকে সামনের সারিতে দাঁড়িয়ে We want justice স্লোগান তুলতে দেখা যায়। সকলেরই হাতে ধরা ব্যাটারি চালিত মোমবাতি। ছিলেন শুভমিতা, শিলাজিৎ মজুমদা♏র, উজ্জয়িনী, প্রমুখের মতো শিল্পীরাও। নব নালন্দা থেকে শুরু করে গোলপার্ক পর্যন্ত চলে এই মিছিল।