আরজি কর কাণ্ডে♈র বিচার চেয়ে পথে নামলেন কলকাতার সঙ্গীত শিল্পীরা। তাতে পা মেলালেন রূপম ইসলাম, অনুপম কর, কৌশিকী চꩵক্রবর্তীরা। কথা মতোই ব্যাটারি চালিত মোমবাতি নিয়েই পথে নামলেন তাঁরা। গাইলেন গান।
কোন কোন সঙ্গীত শিল্পীরা এদিন উপস্থিত ছিলেন মিছিলে?
যে যে ভিড🐻িয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পীদের এই মিছিলে পা মিলিয়েছেন অন্বেষা দত্ত, মনোময় ভট্টাচার্য, পটা, অনুপম রায়, রূপম ইসলাম, লগ্নজিতা চক্রবর্তী প্রমুখ।
কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যকে সামনের সারিতে দাঁড়িয়ে We want justice স্লোগান তুলতে দেখা যায়। সকলেরই হাতে ধরা ব্যাটারি চালিত মোমবাতি। ছিলেন শুভমিতা, শিলাজিৎ মজু✅মদার, উজ্জয়িনী, প্রমুখের মতো শিল্পীরাও। নব নালন্দা থেকে শুরু করে গোলপার্ক পর্যন্ত চলে এই মিছিল।
কী জানিয়েছেন কৌশিকী চক্রবর্তী?
এদিন কৌশিকী চক্রবর্তী এক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন নাইট ডিউটি না দেওয়ার 'ফতোয়া' যুক্তিহীন। তাঁর প্রশ্ন রাতে যদি কোনও কাজ বা শো পড়ে তাহলে কি তিনি সেখানে যাবেন না? নাইট ডিউটি বাতিল করার বদলে কেন মেয়𓃲েরা রাতে বেরোলে তাঁদের নিরাপত্তা দেওয়া হবে না বলেও প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন: প্রতিবাদ মিছিলে নিয়মের বহর! ট্রোল্ড হয়ে𒁏ও সিদ🌜্ধান্তে অনড় ইমন, বললেন, 'তুমি রবে নীরবে গাইবই'
কী নিয়ে বিতর্ক হয়েছিল?
এদিন একটি ছবি প্রকাশ্যে আসে যেখানে ১৯ অগস্ট গায়কদের মিছিলে যাঁরা অংশ নিতে চলেছেন তাঁদের জন্য বেশ কিছু নিয়মাবলী লেখা থাকতে দেখা যায়। আর সেখানেই লেখা রয়েছে এই ইভেন্টের নাম তমসো মা জ্যোতির্গময়। সোমবার ১৯ অগস্ট সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নব নালন্দা স্কুল থেকে মৌন মিছিল শুরু হবে। চলবে গোলপার্ক ম🅘োড় পর্যন্ত। একই꧑ সঙ্গে জানানো হয় এখানে মোমবাতি আনতে হবে প্রতিবাদীদের। ব্যাটারি চালিত মোমবাতি আনলেই ভালো বলে জানানো হয়েছে সেখানে। এছাড়া কাউকে কোনও রকম মিডিয়া বাইট দিতে নিষেধ করা হয়েছে। জানানো হয়েছে কেবল লোপামুদ্রা মিত্র এবং অঞ্জন দত্ত মতামত রাখতে পারেন। কোনও রাজনৈতিক প্ল্যাকার্ড বা স্লোগান দেওয়া যাবে না। কেবল গানের কোট লেখা হবে প্ল্যাকার্ডে। গাওয়া হবে মাত্র দুটি গান তুমি রবে নীরবে এবং আগুনের পরশমণি।