আরজি কর কাণ্ডের বিচার চেয়ে এদি🅠ন পথে নামতে চলেছেন বাংলার গায়করা। আর তার আগেই এই মিছিলের জন্য তাঁরা যে🍎 একগাদা নিয়ম ঘোষণা করেছিলেন সেটাই ভাইরাল হয়ে যায়। এবং তারপরই তুমুল সমালোচিত হন তাঁরা। এবার সেই বিষয়ে সাফাই দিয়ে কী বললেন ইমন?
কী লিখলেন ইমন চক্রবর্তী?
ইমন এদিন তাঁর পোস্টে লেখেন, 'পদযাত্রার কয়েকটি প্রস্তাব নিয়ে সহনাগরিকদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা গেছে, তাই এই লেখা। মোমবাতি বা ইলেকট্রিক ক্যান্ডেল ছাড়াও আসতে পারেন, অসুবিধা নেই। আমরা প্রস্তাবটি দিয়েছিলাম, কারণ কিছু সংখ্যক মোমবাতি আমরা সরবরাহ করতে পারলেও সবার জন্য দেওয়া সম্ভব হবে না। তাই, নিজের꧙া আনলে সুবিধা হতো। যদি না আনতে পারেন, দরকার নেই। মিডিয়া বাইট-এর ব্যাপারটি একেবারেই গ্রুপের সদস্যদের জন্য ছিল। কোনও গোষ্🐈ঠীরই অফিসিয়াল স্পোকস পার্সন অজস্র হয় না। তাতে মূল বয়ান হারিয়ে যায়। সেই কথা ভেবেই ওই কথা বলা। তবে তা আমরা প্রত্যাহার করছি।' তিনি আরও লেখেন, 'Justice For RG Kar হ্যাশট্যাগটি আমরা সব পোস্টার ও প্ল্যাকার্ডে ব্যবহার করছি। আপনারা চাইলে সেটি ব্যবহার করতে পারেন। প্ল্যাকার্ডে নিজের পছন্দ মত গানের লাইন লিখে আনতে পারেন। তবে কোনও লাইন দেখে যদি উদ্যোক্তারা আপত্তি করেন, আশা করি সহায়তা করবেন।আমরা ভেবেছিলাম একটি মৌন পদযাত্রা করব। শোক ও প্রতিবাদের প্রকাশ হিসেবে এই ফর্ম ঐতিহাসিকভাবেই বারবার ব্যবহৃত ও বহুলস্বীকৃত। তবে, সবার যখন আপত্তি, তখন থাক।'
পরিশেষে গায়িকা লেখেন, 'পরিশেষে একটাই কথা বলার। আমরা কেউ গেরুয়া, কেউ লাল, কেউ সবুজ, কেউ সাদা-নীল, কেউ আবার কোনওটাই নই। কিন্তু সঙ্গীত আমাদের হারমোনির শিক্ষা দেয়। স🦩েই হারমোনি, অন্তত এই পদযাত্রায়, আমরা ক্ষুণ্ন করতে চাই না কোনও মূল্যেই। সব কিছুর পরেও আমাদের সদিচ্ছা নিয়ে যদি মনে সন্দেহ থাকে, প্লিজ, আসবেন না। কিন্তু এই বিপন্ন সময়ে আমাদের ক্রুশবিদ্ধ করতে গিয়ে মূল দাবী থেকে সরে আসবেন না, এই অনুরোধটুকু করি।'
কী কী নির্দেশ দেওয়া হয়েছিল প্রথমে?
এদিন একটি ছবি প্রকাশ্যে আসে যেখানে ১৯ অগস্ট গায়কদের মিছিলে যাঁরা অংশ নিতে চলেছেন তাঁদের জন্য বেশ কিছু নিয়মাবলী লেখা থাকতে দেখা যায়। আর সেখানেই লেখা রয়েছে এই ইভেন্টের নাম তমসো মা জ্যোতির্গময়। সোমবার ১৯ অগস্ট সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নব নালন্দা স্কুল থেকে🧜 মৌন মিছিল শুরু হবে। চলবে গোলপার্ক মোড় পর্যন্ত। একই সঙ্গে জানানো হয় এখানে মোমবাতি আনতে হবে প্রতিবাদীদের। ব্যাটারি চালিত মোমবাতি আনলেই ভালো বলে জানানো হয়েছে সেখানে।
এছাড়া কাউকে কোনও রকম মিডিয়া বাইট দিতে নিষেধ করা হয়েছে। জানানো হয়েছে কেবল লোপামুদ্রা মিত্র এবং অঞ্জন দত্ত মতামত রাখতে পারেন। কোনও রাজনৈতিক প্ল্যাকার্ড বা স্লোগান 💟দেওয়া যাবে না। কেবল গানের কোট লেখা হবে প্ল্যাকার্ডে। গাওয়া হবে মাত্র দুটি গান তুমি রবে নীরবে এবং আগুনের পরশমণি।