সম্পর্কের বুনোটের গল্প শোনাতে আসছে 😼'মেসবাড়ি'। দীপান্বিতা সেনগুপ্তর পরিচালনায় ‘ক্লিক’ ওটিটি প্ল্যাটফর্মে আসছে এই নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি। সদ্য মুক্তি পেয়েছে শর্ট ফিল্মের ট্রেলার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক এবং কলাকুশলীরা। মেস বাড়ির বাসি𒀰ন্দাদের সম্পর্ক নিয়েই গল্প বুনেছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত। কাহিনি এবং চিত্রনাট্যও তাঁরই লেখা।
ইঁদুর দৌড়ের যুগে আমরা সবাই ছুটছি। ছোট থেকে বড়– কারও কাছে বসার মতো সময় নেই। এই ইঁদুর দৌড়ের যুগে বৃদ্ধ-বৃদ্ধারা একপ্রকার বাড়িতে একাকিত্বে ভোগেন। অনেকেই তাই বেছে নেন বৃদ্ধাশ্রমের মতো জায়গা। কিন্তু বৃদ্ধাশ্রমেও কি শান্তি পাওয়া যায়? মেলে কি হারিয়ে যাওয়া সময়? স্বামীকে হারিয়ে বৃদ্ধাশ্রমে না গিয়ে শহরের একটি মেসে এসে ওঠেন এক বৃদ্ধা। জীবনের শেষ কয়েকটা দিন সকলের সঙ্গে আনন্দে কাটাতে চায় সে। কিন্তু ‘মেস বাড়ি’-তে কি হই-হট্টগোলের মধ্যে কাটবে তাঁর জীবন? কিছু মানুষের একসঙ্গে ভালো থাকতে চাওয়ার ইচ্ছা, আর তার জন্য তৈরি হওয়া একটা 'মেসবাড়ি'-র গল্প। ট্রেলারে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে খেয়ালী ঘোষ দস্তিদারকে। ছেলে বিদেশে থাকে, এমন এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আরও পড়ুন: স🏅্ত্রী সোমিকে সবার সামনে চুমু খেলেন রাখির প্রাক্তন বর আদিল! তুমুল ভাইর🌊াল ভিডিয়ো