আপনি নিশ্চয়ই ২৮ দিন বা ৫৬ দিনের রিচার্জ প্যাক ব্যবহার করেন এবং প্রায়শই ভাবেন প্যাকেজের বৈধতা আরও কিছু দিন বেশি হলে বেশ ভালো হত। আপনার মত অসংখ্য গ্রাহকের মনের কথাই যেন শুনল ভারতী এয়ারটেল টেলিকম প্রাইভেট লিমিটেড। এবার মাত্র ২৮৯ টাকায় তারা নিয়ে এলো আনলিমিটেড ভয়েস কল আর সঙ্গে ৪ জিবি ডেটা ও ৩০০ এসএমএস। ভাবছেন তো খরচ কমে গেল কিছুটা হলেও! কারণ আগের প্যাকগুলিতে প্রায় একই টাকা খরচ করে 🐼আপনি 🅺পেতেন ২৮ দিনের বৈধতা।
ভারতী এয়ারটেল মাঝেমধ্যেই গ্রাহকদের চমক দিয়ে নিত্যনতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়৷ এবারও ২৮৯ টাকার রিচার্জ প্ল্যানটিতে খুশি গ্রাহকরা। মনে করা হচ্ছে জিও কোম্পানির সাথে প্রতিযোগিতায় আপাতত বেশ কিছুটা এগিয়ে গেল এয়ারটেল। আসুন জেনে নিই ঠিক কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই চমকদার রিচার্জ প্ল্যানে। এই প্ল্যানের ব্যবহারকারীরꦚা ৪ জিবি ইন্টারনেট, ৩০০ টি এমএমএসের সাথে পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়াও এয়ারটেলের বেশ কিছু অতিরিক্ত সুবিধা আপনি পাবেন মাত্র 289 টাকা খরচ করেই। অ্যাপোলো ২৪×৭ সার্কেল, ফ্রি হ্যালোটিউনস এবং ফ্রি উইঙ্ক মিউজিক উপভোগ করার সুযোগ করে দিচ্ছে এই প্ল্যান। একটি তথ্য দিলে আপনার চমকে উঠতে পারেন। এত কিছু পরিষেবা পেতে আপনাকে প্রতিদিনের হিসেবে খরচ করতে হবে মাত্র ৮.২৫ টাকা, যে টাকায় আজকাল বিকেলের জলখাবারে চপ মুড়িও জোটে না।
ভারতী এয়ারটেলের অন্যান্য প্যাকেজগুলিও আপনি ব্যবহার করতে পারেন ইচ্ছে মত৷ তবে এত দিনের বৈধতা পাবেননা কোনও প্যাকেই। কোম্পানির ১৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করলে আপনি ৩০ দিনের বৈধতা পাবেন। সেখাই এই ২৮৯ টাকার প্ল্যানটি অতিরিক্ত কিছু সুবিধা আপনাকে দিচ্ছে। ব্যবহারকারীরা ৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ৩০০ টি এসএমএস পাচ্ছেন এক্ষে🤪ত্রে। দৈনিক হিসেবেও টেক্কা দিচ্ছে ২৮৯ টাকায় নতুন প্ল্যানটি। আরও একটি বিষয় লক্ষ্যনীয়, ১৯৯ টাকায় আপনি ফাইভজি পরিষেবা পাবেন না। কারণ এয়ারটেলে ২৩৯ টাকার কমের কোনও প্যাকেই ফাইভজি পরিষেবা পাওয়া যায়না। ফলে সব দিক থেকে সুবিধাজনক প্ল্যানটির জন্য অপেক্ষায় গ্রাহকরা।