গত ২৪শে জুলাই উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে রাজ্য সরকারের তরফে ‘মহানায়ক’ সম্মান পেয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়। গত ৫ বছরে একটি মাত্র ‘ফ্লপ’ ছবি ঝুলিতে, তার পরেও কীভাবে এই মহানায়কের নামাঙ্কিত সম্মান দেওয়া হল তাঁকে? এই প্রশ্নে ছয়লাপ নেটপাড়া। যদিও নিন্দকদের পাত্তা দিতে রাজি নন নায়িকা। ট্রোলারদের কড়া জবাব দিয়েছেন তৃণমূলের তারকা নেত্রী। এবার নতুন দায়িত্ব এল সায়ন্তিকার কাঁধে। আরও পড়ুন-'বাঁকুড়ায় হেরে যাওয়াটা মানতে পারিনি', মহানায়ক꧙ পুরস্কার ඣবিতর্কেও সরব সায়ন্তিকা
২১-এর বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরে যান সায়ন্তিকা। তবে হেরে গিয়🦄েও জমি ছাড়েননি সায়ন্তিকা। বাঁকুড়ার মানুষদের আপদে-বিপদে ছুটে যান। তৃণমূলের হয়ে জান লড়িয়ে দিচ্ছেন নায়িকা, তারকা-মুখদের মধ্যে সায়নী ঘোষের পাশাপাশি অতি-সক্রিয় সায়ন্তিকা। বিজেপিকে ফিল্মি কায়দায় আক্রমণ করতে ছাড়েন না তিনি। তৃণমূলের রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্যা আগেই ছিলেন, এবার দিদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দায়িত্ব দিল তাঁকে। রাজ্য পর্যটন দফতরের বিশেষ পদে বসানো হয়েছে সায়ন্তিকাকে, এখন থেকে পর্যটন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান এই তারকা। জানা গিয়েছে, এই কমিটিতে মোট ৯জন সদস্য় থাকছেন। চেয়ারম্যান পদে থাকছেন ইন্দ্রনীল সেন, এছাড়াও নন্দিনী চক্রবর্তীর মতো আমলাও অংশ হবেন কমিটির। রাজ্য পর্যটন দফতরের আর্থিক উপদেষ্টা তাপস কুমার হালদারও থাকছেন র্যটন উন্নয়ন পর্ষদে। সুতরাং এবার থেকে মন্ত্রী-আমলাদের সঙ্গে বসবেন সায়ন্তিকা।
সায়ন্তিকা যে ‘দিদি’র ঘনিষ্ঠ বৃত্তের ✤অংশ তা কারুর অজানা নয়। প্রকাশ্যে সে কথা স্বীকারও করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিদির আর্শীবাদ ধন্য সায়ন্তিকা সম্প্রতি ট্রোল হয়েছেন ‘চটিচাটা’ বলে। যদিও নায়িকার সাফ কথা- ‘আমি নিন্দকদের ভীষণ ভালোবাসি। ফ্যানেদের চেয়েও সমালোচকরা আমার পছন্দের, আ🅘সলে ফ্য়ানেরা শুধু ভালোটাই বলেন, নিন্দকদের চোখে ভুলটা পড়ে’। এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে সায়ন্তিকা জানান, ‘অভিনেতা-অভিনেত্রীদের পার্সোনাল লাইফ বলে কিছু হয় না’। এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাধ বিশ্বাস সায়ন্তিকার, সেই থেকেই রাজনীতিতে আসা। তাঁর কথায়, ‘পয়সা দিয়ে শিল্পীদের কেনা যায় না। আমরা সম্মান আর ভালোবাসার কাঙাল। মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্মান আর ভালোবাসা আমাদের দিয়েছেন।’
‘সেভিংস অ্যাকাউন্ট’ ছবিতে শেষ দেখা গিয়েছে সায়ন্তি🔯কাকে। তাঁর হাতে আপতত কোনও ছবিও নেই। সুতরাং রাজনীতিই ধ্যান-জ্ঞান অভিনেত্রীর। নতুন ভূমিকায় কতখা🐓নি সফল তিনি, সেটাই দেখবার।