সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সংখ্যা য♈ত বাড়ছে, ততই সামনে আসছে ছোট ছোট ব্যবসায়ীদের কথা। কেউ ভাতের হোটেল চালান, কেউ বাদাম বিক্রি করেন (ভুবন বাদ্যকর), তো কেউ আবার স্টেশনে বসে গান গান লতার কণ্ঠে (রাণু মণ্ডল)। আর জনপ্রিয়তার আলোয় এসেই হঠাৎ খ্যাতি পাওয়া এই মানুষগুলো।
এবার যেমন বিতর্কে জড়িয়♐েছেন ডালহৌসি পাড়ায় ভাতের হোটেল চালানো নন্দিনী দিদি ও বনগাঁর মিষ্টি দিদির। এর আগে নন্দিনীর থেকে কম দামে মাছ-মাংস-মটন খাওয়ানোর কথা বলে নজর কেড়েছিলেন ব🌺নগাঁর চাঁদপাড়ায় স্টেশনের ধারে ভাতের হোটেল চালানো দুই বোন। আপাতত নতুন ইন্টারনেট সেনসেশন তাঁরা। কলকাতার টালিগঞ্জ থেকে পড়শি বাংলাদেশ, দূর দূর থেকে ছুটে আসছেন মানুষ এই হোটেলে।
আরও পড়ুন: ‘লম্বা পা’-এরౠ কারণে বাতিল করা হয় অমিতাভকে! 🐠কোন পেশার জন্য ‘অযোগ্য’ ছিলেন তিনি?
এই মিষ্টি দিদিই আপাতত খচে লাল নন্দিনীর উপর। কারণ হল, তাঁর খাবারের দাম শুনে নাকি নন্দিনী মন্তব্য করেছেন তিনি পচে যাওয়া মাছ-মাংস খাওয়ান, তাই এত কম দাম। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োতে বনগাঁর এই দিদিকে বলতে শোনা গেল, ‘আমার পাশে এসে তোমাদের স্মার্ট দিদি দাঁড়াতে পারবে না। ছেলেদের গায়ে হাত দিচ্ছে। মুখে চুমু খাচ্ছে। 𒐪ওসব আমি করব না। আমরা কোনও ছেলের গায়ে হাত দিয়ে কথা বলি না। আগে ৫০০ মাংস রান্না করতাম, এখন ২ কেজি রান্না করতে হচ্ছে। আগে ১টায় বাড়ি যেতাম, এখন ৩টেয় যাচ্ছি। ভাইরাল হয়েও বিপদে পড়েছি।’
আরও পড়ুন: মা দুর্গার𝄹 ভোগে থাকে মাছ-মাংস! দুই ছেলে নিয়ে উমাকে ঘরে আনলেন সুদীপা
নন্দিনী এখন অবশ্য আর শুধু রা𝓰ন্না আর পাইস হোটেলেই আটকে নেই। অনেকদিন আগেই খুলেছিলেন নিজের ইউটিউব চ্যানেল। যেখানে আসত ট্রাভেল থে𒐪কে শুরু করে ফুড ভ্লগ। আর এবার তো নেমে গিয়েছেন সিনেমায়। তিন সত্যি নামে একটি ছবির নায়িকা তিনি। যাতে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ও।
আরও পড়ুন: রোহিতের কপ ইউনিভার্সে দীপিকার পর এলেন টাইগ🐷ার, অজয়-রণবীর-অক্ষ🍒য়দের কী প্রতিক্রিয়া!
বনগাঁর চাঁদপাড়ার মিষ্টি-র দিদির নাম কালী। তাঁর নামেই হোটেল। চিকেন হাফ প্লেট ভাতের সঙ্গে ৭৫ টাকা। সবজি-ভাত ৩৫ টাকা। কাতলা মাছ ৮০ টাকা। ডিম ভাত ৪৫ টাকা। রুই মাছ ৬০ টা♚কা। একপিস মটন দিয়ে ভাত ৮০ টাকা।