গোটা বিশ্বে সাড়া ফেলে দেওয়া ছবি জোকার সম্প্রচারিত করা যাবে না ভারতীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলিতে। জোয়াকিম ফিনিক্স অভিনীত এই ছবি প্রশংসা কুড়িয়েছে সবমহল থেকে,🅘 চলতি বছℱরের শুরুতে অস্কারের মঞ্চে ১১টি নমিনেশন ছিনিয়ে নিয়েছিল পরিচালক টোড ফিলিপসের এই ছবি। তবে ভারতীয় দর্শকরা টেলিভিশনে এই ছবি দেখা থেকে বঞ্চিত হতে চলেছেন।
হিংসাকে গৌরবান্বিত করা হয়েছে ডিসি কমিকসের ♕চরিত্ꦫর নির্ভর এই মনস্তাত্ত্বিক থ্রিলারে, এই কারণে টেলিভিশনে এই ছবির সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি, আর সেই রায়কে মান্যতা ছিল ফিল্ম সার্টিফিকেট অ্যাপালেট ট্রাইবুন্যাল (FCAT)।
টার্🌼নার ইন্টারন্যাশান্যাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তরফে সেন্সার বোর্ডের রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়েছিল FACT-এর সামনে। বিচারক মনমোহন সারিন দু-পাতার রায়ে ফিল্ম স্পষ্ট জানিয়েছেন এই ছবিতে মাত্রাতিরিক্ত হিংসা দেখানো হয়েছে, তাই যথাযোগ্যভাবে এ🗹টি এ সার্টিফাইয়েড ছবি। ৫৮টি কাটের পরেও এই ছবির মূলভাবনা থেকে সরে আসা অসম্ভব, যেখানে ছবির অ্যান্টি-হিরো (জোয়াকিম ফিনিক্স) যেভাবে হিংসাকে গৌরবান্বিত করে তুলেছে যা ১৮ বছরের কম বয়সীদের জন্য সুস্থ বিনোদনের মাধ্যম হবে না,বরং সেটা বিচলিত করে তুলবে।
টার্নার ইন্টারন্যাশান্যাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তরফে স্বেচ্ছায় এই ছবিতে ৫৮টি কাট আনার প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে জোকার টেলিভি꧟শনের সম্প্রচার করা যায়। কিন্তু রায় বহাল থাকল।
উল্লেখ্য এই ছবির জন্য সেরা অভিনেতা ও সেরা পরিচালকের অস্কার পুরস্কার গিয়েছে জোয়াকিম ফিনিক্স এবং টড ফিলিপসের ঝুলিতে। টেলিভিশনে সম্প্রচারিত না হলেও ওটিটি প্ল্যাটফর্মে সহজেই এই ছবি দেখে ফেলতে পারবেন ভারতীয় দরও্শকরা। ভারতে ওটিটিতে এই ছবির সম্প্রচার স্বত্ত রয়েছে আমাজন প্রাইমের কাছে।