এবারের ডুরান্ড কাপ জিতল নর্থ ইস্ট ইউনাইটেড। আর তারপরই সেই দল জন আব্রাহামকে নিয়ে মাঠের মধ্য🎶েই উচ্ছ্বাসে ভাসল। বাদ গেল না নেটপাড়াও। কে কী বলছেন অভিনেতার প্রশংসা করে?
নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ড কাপ জেতার পর কী লেখা হচ্ছে জন আব্রাহামকে নিয়ে?
এদিন দ্য খেল ইন্ডিয়া নামক একটি পেজের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় জন আব্রাহামকে নিয়ে। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে দলের জার্সি পরে হাসিমুখে পোজ দিচ্ছেন জন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তবে দলের খেলোয়াড়রা তাঁকে কোলে তুলে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে😼ছেন ডুরান্ড কাপ জয়ের পর।
আরও পড়ুন: 'মুম্বই করে বলে এখানেও করতে হবে?' টলিউডের বিরুদ্ধে♊ 'অভিমান' প্রকাশ কুণালের, জবা💖বে কী বললেন পরমব্রত?
এই পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'আজ জন আব্রাহামের জন্য ভীষণ খুশি। তিনি একা দায়িত্ব নিয়ে এই ক্লাবটা তৈরি করেছেন নর্থ ইস্টের জন্য, তাও কোনও কর্পোরে🐽ট অর্থ বা স্পন্সর ছাড়াই। অনেক আর্থিক সমস্যার মধ্যেও পড়েছেন তিনি। তবুও কখনও দল বন্ধ করে দেননি। আজ নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ড কাপ জিতল। ভারতে ওঁর 𝄹মতো আরও অনেক তারকার প্রয়োজন আছে।'
প্রসঙ্গত জন আব্রাহামকে শেষবার বেদা ছবꦍিটিতে দেখা গিয়েছে। এখানে তাঁর সঙ্গে আছেন শর্বরী ওয়াগ। ছবিটি ভরপুর অ্যাকশনে ঠাসা। বক্স অফিসে যদিও খুব একটা সাড়া ফেলেনি ছবিটি। ২৫ কোটি মতো আয় করেছে।