ক্রিকেটের নন্দন কাননে এদিন শুরু ꦉহয়ে গেল বেঙ্গল প্রো টি২০ লিগ। এই লিগে পুরুষ এবং মহিলা দুজনেরই ৮ টি ৮ টি দল করে মোট ১৬ দল থাকবে। এই ১৬ দলের মধ্যেই জমবে ম্যাচ। আর সেটারই শুভ উদ্বোধন হল মঙ্গলবার, ১১ জুন। এই মাসের ১১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত এই লিগ চলবে। বেঙ্গল প্রো টি২০ লিগের উদ্বোধনে এদিন পারফর্ম করলেন নুসরত ভারুচা।
বেঙ্গল প্রো টি ২০ এর উদ্বোধন
বেঙ্গল✤ প্রো টি২০ লিগের উদ্বোধনে বলিউড ডিভা নুসরত ভারুচা নেচে আগুন ঝরান মঞ্চে। প্রায় পনের মিনিট তিনি এক টানা পারফর্ম করেন। তবে এদিন এক নুসরত নন। ছিলেন জিৎ এবং রুক্মিণী মৈত্রও। তাঁদের ছবি বুমেরাং মুক্তি পেয়েছে সদ🐭্য। তাঁরা সেই ছবির একাধিক গানে এদিন পারফর্ম করেন।
একই সঙ্গে এদিন একটি ম্যাচও অনুষ্ঠিত হয়। সাতটা 💝থেকে সেই ম্যাচ শুরু হয়। প্রথম দিন শিলিগুড়ি স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল হারবার ডায়মন্ডস। এদিন মাঠে ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানের সময় ১৬টি দল হাজির ছিল।
আরও পড়ুন: 'যদি কেউ যোগ্য মনে করে...' দেবের দেখানো পথেই এবাℱর বড় পর্দার পর রাজনীতিতে পা রাখছেন সৌমিতৃষা?
এবারের এই বেঙ্গল প্রো 💫টি২০ লীগ ম্যাচে ছেলেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মেয়েদের হয়ে প্রতিনিধিত্ব করছেন ঝুলন গোস্বামী। তবে এদিন মাঠে সৌরভ থাকতে পারেননি কারণ তিনি বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন। ঝুলন একাই ট্রফি নিয়ে আসেন মাঠে। আগামীকাল থেকে রোজ দুটো করে ম্যাচ হবে।