মেয়েবেলা ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। ডোডো দার চরিত্রে সহজেই নজর কেড়ে নেন তিনি।ꦑ তাঁর সঙ্গে স্বীকৃতি মজুমদারের জুটি সকলের দারুণ পছন্দ হয়েছিল। এরপর তিনি একাধিক সিরিজে কাজ করেন। এবার তিনি দীর্ঘদিন নাটকের মঞ্চে যে নাটক করেছেন সেই অথৈ নিয়ে বড় পর্দায় আসছেন। তার আগে কী জানালেন অর্পণ ঘোষাল?
অথৈ ছবিতে অর্পণ ঘোষালকে মুকুলের চরিত্রে দেখা যাবে। এই চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আনন্দবাজারকে 💦দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, '৭-৮ বছর ধরে আমরা মঞ্চে এই নাটক করে আসছি। ফলে একটা সুবিধা তো আছেই। প্রস্তুতিটা অনেক দিন ধরেই হয়ে আছে। এছাড়াও মুকুলের চরিত্র নিয়ে আমার মধ্যে আত্মবিশ্বাস আছে।'
থিয়েটারের মঞ্চ থেকে সোজা টলিউড। এই সফরটা কেমন ছিল অর্পণের? এই প্রসঙ্গে তিনি জানান, 'আমি যতটা বুঝেছি, বাংলায় ꧅ওডিসনের পদ্ধতি বা কাস্টিং খুব একটা খোলামেলা ভাবে হয় না। অধিকাংশটাই হয় যোগাযোগের উপর নির্ভর করে। নিজের কাজকে ঠিক জায়গায় নিয়ে যেতে চাইলে সঠিক যোগাযোগের দরকার হয়। নইলে প্রতিভা থাকলেও সেটা নিয়ে এগোনো যায় না। নিজের অভিজ্ঞতা থেকে বলছি বাংলায় এমনই হয়।'
এই বিষয𒐪়ে বিস্তারিত ভাবে অর্পণ বলেন, 'আমি যে কট♓ি কাজের সুযোগ পেয়েছি সবটাই থিয়েটার বা অন্য কাজের সূত্রে। সেই যোগাযোগ বা থাকলে আমি হয়তো অডিশনগুলোই দিতে পারতাম না।'
আরও পড়ুন: যদি কেউ যোগ্য মনে করꦰে...' দেবের দেখানো পথেই এবার বড় পর্দার পর রা🥀জনীতিতে পা রাখছেন সৌমিতৃষা?
অথৈ প্রসঙ্গে
অথৈ ছবিটি ওথেলো নাটকের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকারকে। ছবিটির পরিচালনা করেছেন অর্ণ♌ মুখোপাধ্যায় নিজেই। ক্রিয়েটিভ ডিরেক্টর 🐷হিসেবে আছেন অনির্বাণ। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ১৪ জুন বড় পর্দায় আসছে এই ছবি।