ভারত পাকꩵিস্তানের ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। বর্তমান🔜ে টি ২০ বিশ্বকাপ চলছে। আর এখানেই গত রবিবার, 9 জুন ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। বলাই বাহুল্য ভারতের কাছে পরাজিত হয় পাক শিবির। কিন্তু এই ম্যাচকে কেন্দ্র করে এবার নতুন বিপত্তি বাঁধল। জানা গিয়েছে করাচির মোবাইল ফোন মার্কেটে এই ম্যাচ নিয়ে ব্লগ বানাতে গিয়ে খুন হলেন এক জনপ্রিয় পাক ইউটিউবার।
কী ঘটেছে?
পাকিস্তানি মিডিয়ার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে সাদ আহমেদ নামক এই ইউটিউবার করাচির মোবাইল মার্কেটে গিয়ে সেখানকার সমস্ত দোকানদার এবং অন্যান্য লোকজনদের এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে নানা প্রশ্ন করছিলেন। তাঁদের প্রতিক্রিয়া নিচ্ছিলেন। এরপর তিনি একজন সিকিউরিটি গার্ডের কাছে যান এবং একই ভাবে প্রশ্ন করে তাঁর প্রতিক্রিয়া রেকর্ড করার জন্য শ্যুটিং করতে চাইছিলেন। কিন্তু সেই গার্ড মোটেই রাজি ছিলেন না এই বিষয়ে। কিন্তু সাদ সেটা না শুনে তাঁকে বারবার বিরক্ত করতে থাকেন এবং তাঁর সা൲মনে একটাই মাইক ধরেন। তখনই বিরক্ত হয়ে সেই ব্যক্তি সাদকে গুলি করেন। এই ঘটনায় সঙ্গে সঙ্গেই প্রাণ হারান সেই যুবক। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হ♚লেও সাদকে সেখান থেকে মৃত ঘোষণা করে দেওয়া হয়।
আরও পড়ুন: বুদ্ধি - যুক্তি - তক্কো বাদ, জ্বালাপোড়া গরমে ফুরফুরে বাতাস বয়ে আনল জဣিৎ - রুক্মিণীর ‘বুমেরাং’
এরপর আরও একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে সাদের পরিবারে সেই একমাত্র রꦡোজগেরে ছিলেন। ফলে এই ঘটনা যে কেবল তাঁর প্রাণ কাড়ল সেটাই নয🌼়, তাঁর গোটা পরিবারকে পথে বসিয়ে দিল এক প্রকার।
রবিবার ভারতের ꦰকাছে ৬ রানে পরাজিত হয় পাকিস্তান। নিউ ইয়র্কের একটি স্টেডিয়াম🅷ে এদিন এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।