মুম্বইয়ের ব্যস্ত রাস্তা, আর তাঁর মাঝেই অদ্ভুত পোশাক🍸ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কেউ একজন। খালি গা, পরেছেন চামড়ার পোশাক, পায়ে বড় আজব জুতো, মাথায় লম্বা উসকো-খুসকো চুল! হঠাৎ দেখে মনে গবে প্রাচীন যুগের কোনও ‘গুহা মানব’। হ্যাঁ, ঠিক তাই! কিন্তু কে ইনি? আচমকা তাঁকে দেখে 🎀চমকে উঠেছিলেন বহু পথচারী ও গাড়ি চালক।
মুম্বইয়ের মতো শহরের ব্যস্ত রাস্তায় এমন পোশ🅠াকে একজনকে ঘুরে বেড়াতে দেখে অনেকেই মুচকে হেসেছেন। কেউ কেউ ভেবেছেন হয়ত ওই ব্যক্তি হয়তবা মানসিকভাবে বিকারগ্রস্ত। অনেকেই ভয় পেয়ে পাশ কাটিয়ে চলে গিয়েছেন। এমনকী জুহুর সৈকতেও ইতিউতি ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এই গুহামানবকে। লোকে তাঁকে দেখে হেসেছেন। কেউ আবার চেহারা দেখে নাক সিঁটকেছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুম্বইয়ের রাস্তায় আচমকা নেমে আসা এই ‘গুহা মানব’-এর ভিডিয়ো।
আরও পড়ুন-মুসলিমকে বিয়ে করেও ধর্মান্তরিত হননি দেবলীনা, এবার সামনে এল 'গোপী বহু'র 🍌ছেলের নাম
আরও পড়ুন-'ছাদের অনেক গোপন কথা রয়েছে, বড়দের🐼 প্রেমের গল্পও…', অকপট পাওলি
তবে ইনি আসলে কে? এবার সামনে এল আসল সত্য়ি…। জানা গেল ইনি মানসিক বিকারগ্রস্ত কোনও ব্যক্তি নন। আবার কোনও গুহা মানবও নন। ইনি বলিউড সুপারস্টার। কী আജপনিও চমকে গেলেন তো? ইনি হলেন ছদ্মবেশে ঘুরে বেড়ানো 𒉰বলিউডের এক ‘খান’।
ঠিকই শুনছেন। কিন্তু কোন খান? শাহরুখ-সলমন-সইফ নাকি আমির? জানা যাচ্ছে ইনি হলেন আমির খান। সম্প্রতি এমনই অদ্ভুত পোশ🌺াক ও মেকআপ পরে রাস্তায় নেমে পড়েন তিনি। এই লুক পেতে দীর্ঘ মেকআপের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁরা। আমিরের মেকআপ করার ভিডিয়ো সামনে আসতেই পুরো বিষয়টি প্রকাশ্যে এসেছে। তবে তার আগে পর্যন্ত কেউই কিছু বোঝেননি যে ইনি কে!
তবে এখন প্রশ্ন, হঠাৎ এমন লুক কেন? নতুন ছবির শ্যুটিং? শোনা যাচ্ছে, সিনেমা নয়, একটি বিজ্🐻ঞাপনের শ্যুটিংয়ের জন্যই এমন সাজ-পোশাকে দেখা গিয়েছে তাঁকে। যদিও এখনো আসল কারণ স্পষ্ট নয়।