৫ নভেম্বর আমেরিকায় চলছে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন। তার আগেই ওরি এদিন স্পষ্ট করে দিলেন তিনি কমলা হ্যারিসকে নয⛦়, বরং ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন। একই সঙ্গে করে বসেন একটি বিতর্কিত মন্তব্যও। তাঁর কথায় কী বলছে নেটপাড়ায়।
কী ঘটিয়েছেন ওরি?
ওরি এদিন প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন। অন্যদিকে কমলা হ্যারিসকে নিয়ে তাঁর বিরক্তি প্রকা🧜শ করেছেন আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতির টিমের তরফে করা একটি পোস্টে।
হলিউডের একটা বড় অংশ এব𒆙ারের আমেরিকার নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন করছেন । যদিও ভারতীয় তারকারা কেউই খোলাখুলি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে ওরি কমলা HQ নামক ইনস্টাগ্রাম পেজের তরফে একটি পোস্ট করা হলে তাতে ওরি বমির ইমোজি পোস্ট করেন। সেই পোস্টে আমেরিকার উপরাষ্ট্রপতিকে রেনবো ফ্ল্যাগ জ্যাকেট পরে থাক দেখা যাচ্ছে। ওরির এই মন্তব্য দেখে এক ব্যক্তি লেখেন, 'ওরি আপনি কি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক?' এতে তিনি লেখেন, 'হয় আপনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হবেন নইলে আপনি আমেরিকাকে ভালোবাসেন না।' এতেই বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'দুঃখিত আপনাকে আর ফলো করছি না।' দ্বিতীয় ব্যক্তি লেখেন , 'আপনার পোশাকের মতোই আপ൲নার পছন্দ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অত্যন্ত হতাশ হলাম এটা দেখে।' চতুর্থ ব্যক্তি লেখেন, ' এগুলো সস্তার স্টান্ট। আর কিছু না। বিতর্কিত মন্তব্য করে লাইম লাইটে থাকতে চাইছে।'
প্রসঙ্গত ৫ নভেম্🅺বর ডেমোক্র্যাটসদের হয়ে লড়াই করছেন কমলা হ্যারিস। তাঁর বিপক্ষে রিপাবলিকদের হয়ে থাকবেন ডোনাল্ড ট্রাম্প ।