'রাম' রণবীর, আর নীতিশ তিওয়ারির 'রামায়ণ', বলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে এখন এই দুটি বিষয়। নিত্যদিনই এই ছবির বিষয় সামনে আসছে নানান খবর। ফের একবার চর্চায় নীতিশ তিওয়ারির 'রামায়ণ'। ছবিটি যে🌼 গ্র্যান্ড স্কেলে তৈরি হচ্ছে সেকথা বলাই বহুল্য। এখন এই ছবির বিষয়ে সাম🎉নে এসেছে নতুন তথ্য।
জা🌃না যাচ্ছে, 'রামায়ণ'-এ সঙ্গীত পরিচালনায় দায়িত্বে রয়েছে দুই অস্কারজয়ী খ্যাতনামা সঙ্গীতশিল্পী। এদের মধ্যে একজন দেশি, অপরজন বিদেশি। কিন্তু কারা এরাঁ? জানা যাচ্ছে রামায়ণে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন কিংবদন্তি, অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। আর অন্যজন হলেন বিদেশি অ꧙স্কারজয়ী জার্মান সুরকার হান্স জিমার। তাঁর সম্পর্কে অবশ্য পরিচয় দেওয়ার হয়তবা কোনও প্রয়োজন নেই। 'দ্য ডার্ক নাইট', ‘দ্য লায়ন কিং’, ‘ম্য়ান অফ স্টিল’, ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’, ‘ইনসেপশন’-এর মতো খ্যতনামা ছবির সাড়া জাগানো আবহ সঙ্গীত তৈরি করেছেন হান্স জিমার। ২০২২ সালে 'ডিউন' ছবির জন্য তিনি সেরা মৌলিক আবহ সঙ্গীতের অস্কার জিতে নেন।
আরও পড়ুন-রণবীর হচ্ছেন 'শ্রী রাম', তৈরি হয়েছে অযোধ্যা নগরী, শ্যুটিং শুরু হতেই ফাঁস হল ভিডিꦗয়ো…
তবে এর আগে কখনও ভারতীয় ছবির জন্য কাজ করেননি ‘হান্স জিমার। রামায়ণ দিয়েই বলিউডের ছবিতে অভিষেক ঘটতে চলেছে তাঁর। জানা যাচ্ছে, বিগ বাজেটের এই ছবির জন্য কোনও খামতিই ღরাখতে চাইছেন না নির্মাতারা। সূত্রের খবর 'রাম’র মহাকাব্যিক আখ্যান রামায়ণ-এর প্র⛎তি মুগ্ধতা রয়েছে জিমারের। আর এ আর রহমান-সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই।
এদিকে মুম্বই ফিল্ম সিটিতে 'রামায়ণ'-এর শ্যুটিং শুরু হতেই বিপত্তি। ফাঁস হয়ে গিয়েছে ছবির সেট থেকে বেশকিছু ছবি ও ভিডিয়ো। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে মুম্বই ফিল্ম সিটিতে তৈরি হওয়া অযোধ্যা নগরীর ঝলক। আবার চরিত্রের পোশাকে দেখা মিলেছে অরুণ গোভিল ও লারা দত্তের। পোশাক দেখে অনুমান ছবিতে দশরথের চরিত্রে অভিনয় করছেন পূর্বের 'রাম' অরুণ গোভিল, আর কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা♛ দত্ত।
এদিকে আগেই জানা গিয়েছিল নীতিশ তিওয়ার🎀ির রামায়ণে সীতা হচ্ছেন সাই পল্লবী, রাবণ হচ্ছেন দক্ষিণের যশ, হনুমান হচ্ছেন সানি দেওল।দক্ষিণের যশ হচ্ছেন রাবণ, সূর্পনখার চরিত্রে রকুলপ্রীত সিং, ববি দেওল এবং বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা যাবে। জানা যাচ্ছে দুটি পার্টে ত꧃ৈরি হবে এই ছবি।