ফের একবার অস্কারের মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হল ভারতকে। এ♛বারে মালয়ালাম সিনেমা ‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো’-কে পাঠানো হয়েছিল অস্কারের মঞ্চে ভারত থেকে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে লড়াইয়ে। যাতে মুখ্য চরিত্রে অভিনয় ꧟করেছিলেন টোভিনো থমাস এবং কুনচাকো বোবান। তবে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে লড়াইয়ের সুযোগই এল না ভারতের কাছে।
একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা করে নিতে পারেনি ‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো’। ঘোষিত সিনেমার তালিকায় ইউক্রেন, জার্মানি এবং ইউকে-র সিনেমা জায়গা♈ করে নিতে পেরেছে। আন😼্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের পরবর্তী রাউন্ডে মাত্র ১৫টি সিনেমা গিয়েছে।
একাডেমি অফ মোশন💖 পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের একজন সদস্য জানান যে, দুর্ভাগ্যবশত ভারত এতে নেই। পাল নলিনের গুজরাটি সিনেমা ‘ছেল্লো শো’ অস্কার ২০২৩-এর জন্য মনোনয়ন পেয়েছিল। আর শেষ যে সিনেমা🌼 অস্কারের মঞ্চে সেরা ৫-এ জায়গা করে নিয়েছিল সেটা হল ২০০১ সালের আশুতোষ গোয়ারিকরের সিনেমা ‘লগন’।২০২৪ সালের অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছে মাত্র ১৫টি সিনেমা।
আরও পড়ুন: ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স কি ফাইনাল? পার্টিত বউဣয়ের প্রাক্তন সলমনকে জড়ালেন অমিতাভ-পু🅷ত্র
২൩০২৩ সালের অস্কারে এসএস 🔯রাজামৌলির আরআরআর সিনেমার নাটু নাটু ‘সেরা গান’ বিভাগে অস্কার জিতেছে। শুধু তাই নয়, অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানটি পারফর্মও করেছিলেন রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। এর আগে এই বিভাগে ২০০৯ সালে অস্কার জিতেছিল স্লামডগ মিলিওনেয়ার থেকে জয় হো গানটি।
আরও পড়ুন: রাস্তায় ম🀅ারপিট 💯করতেন অজয়ের বাবা, সেখান থেকেই স্টান্ট আর্টিস্টের কাজ পান ধীরু দেবগন
তবে ভারতের জন্য সু💞খবর হল, ঝাড়খণ্ড গণধর্ষণ মামলার বীভৎস ঘটনার উপর তৈরি ‘টু কিল আ টাইগার’ এন্ট্রি পেয়েছে অস্কারের লড়াইয়ে। সেরা ডকুমেন্টারি বিভাগে পেয়েছে মনোনয়ন। টরন্টো ভিত্তিক তথ্যচিত্র নির্মাত♊া নিশা পাহুজা পরিচালিত 'টু কিল এ টাইগার' ঝাড়খণ্ডে ১৩ বছর বয়সী একটি মেয়ের গণধর্ষণকে ঘিরে এলাকায় যে চাঞ্চল্য তৈরি হয়েছিল তার উপর বানিয়েছিলেন এই সিনেমা।
৯৬তম অস্কার ১০ মার্চ অনুষ্ঠিত হবে। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জিমি কিমেল এবারের অ্যাꦿওয়ার্ড শো সঞ্চালনা করবেন। সব বিভাগের চ🍌ূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে ২৩ জানুয়ারি, ২০২৪।