তৃতীয়বার বিয়ে করে শিরোনামে প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক। সানিয়ার বাবা নিজেই শোয়েবের সঙ্গে মেয়ের বিচ্ছেদের কথা সংবাদমাধ্যমকে জানান। যদিও সানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে শোয়েব এ💙ক্কেবারেই চুপ। তিনি আপাতত মজে তাঁর তৃতীয় স্ত্রী সানাকে নিয়ে।
কিন্ত কে এই সানা জাভেদ?
সানা জাভেদ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। ২০১২ সালে তিনি ‘শেহর ই জাত’ ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করেন। পরে আরও একাধিক ধারাবাহিকে কাজ ๊করেছেন। শোয়েবের বর্তমান স্ত্রী সানা, খানি নামক একটি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান। লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। সানা জাভেদ অভিনীত রুসওয়াই এবং ডাঙ্ক ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এদিকে শোয়েব মালিককে বিয়ে করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের নাম বদলে ফেলেছেন তিনি। নামের পাশে জুড়েছেন শোয়েবের নাম। পো♒স্ট করেছেন বিয়ের একাধিক ছবিও।
সে তো না হয় হল, সানা শোয়েবের তিন নম্বর স্ত্রী, তবে সানা কি এই প্রথম �✃�নিকাহ করলেন?
আজ্ঞে নাহ, এবিষয়ে তিনিও শোয়েবের থেকে পিছিয়ে নেই। সানা জাভেদও এর আগে নিকাহ করেছিলেন পাকিস্তানি গায়ক এবং অভিনেতা উমর জাসওয়ালকে। ২০২০ সালে নিকাহ হয়েছিল তাঁদের। কিন্তু বিয়ের ꧟পরপরই তাঁরা আলাদা থাকতে শুরু করেন। ২০২৩-এ তাঁদের আইনি বিচ্ছেদ হয় দুজনের সম্মতিতে। গত ২৮ নভেম্বর তাঁদের বিচ্ছেদ হয়েছে বলে খবর মেলে। এরপরই𒊎 তিনি শোয়েব মালিকের সঙ্গে নতুন করে জীবন শুরু করলেন।
আরও পডꦗ়ুন-'২০২৪-সালেই বিয়েটা করব আপন🥂াদের জানিয়ে রাখলাম', কাকে বিয়ে করছেন রুদ্রনীল?
প্রসঙ্গত সানার প্রথম স্বামী উমর জাসওয়াল গান লেখেন, মিউজিক প্রডিউসর তিনি। জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড কায়াসের সঙ্গে যুক্ত ছিলেন উমর। এদিকে সানার সঙ্গে বিচ্ཧছেদের পর তিনিও বিয়ে করে ফেলেছেন বলে জানা যাচ্ছে।
এদিকে এটা তো গেল সানা জাভেদের ব্যক্তিগত জীবনের কথা। জানা যায়, কাজের দুনিয়ায় নাকি বদমেজাজি হওয়ার বদনাম আছে সানার। কারণে অকারণে বহুবার সহকর্মীদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। এই স্বভাবের কারণে বহুবার কাজও হারাতে হয়েছে তাঁকে। জানা যায় এক ফ্যাশান সংস্থার মুখ ছিলেন সানা। একটা ফটোশ্যুটে গিয়ে পাক মডেল মানাল সালিমের সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল তাঁর। মানালকে নাকি অশ্রাব্য ভাষায় গালি দিয়েছিলেন শোয়েবের এই বর্তমান স্ত্রী। 'দু'টাকার শিল্পীর সঙ্গে আমায় ডাকবেন না', এমন কথাও বলতে শোনা গিয়েছিল সানাকে। ঘটনার পর মানাল সেলিম প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন, বেশিরভাগ লোকজন মানালের পাশেই দাঁড়িয়েছিলেন। এমনকি যে সংস্থার ফটোশ্যুট তাঁꦰরাও সানার বিরুদ্ধেই কথা বলেন। সানার বদলে অন্যজনকে নিয়ে ফটোশ্য়ুট করেন তাঁরা।