অভিনেত্রী পল্লবী দের রহস্যমৃত্যুতে তাঁর সহবাসসঙ্গী সাগ্নিক চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল আদালত। বৃহস্পতিবার আলিপুর আদাল সাগ্নিকের জামিনের আবেদন খারিজ করে ৩০ মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ওদিকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাগ্নিক ও পল্লবীর মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী𓆏রা।
এদিন সাগ্নিককে আদালতে পেশের পর জামিনের আবেদন করে তাঁর আইনজীবী দাবি করেন, পল্লবীর ময়নাতদন্তের রিপোর্টে এটি আত্মহত্যার ঘটনা বলে💛 ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাছাড়া সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনার মতো এই ঘটনায় মৃত ব্যক্তি জনপ্রিয় মুখ বলে আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
পালটা সরকারি আইনজীবী দাবি করেন, গত কয়েক মাসে সাগ্নিকের সঙ্গে পল্লবীর কোটি টাকা লেনদেন হয়েছে। ১৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছেন তাঁরা। পল্লবীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়ের উপার্জনের পয়সা হা🌺তিয়ে তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন সাগ্নিক। দুপক্ষের বক্তব্য শোনার পর জামি☂নের আবেদন খারিজ করে ৩০ মে পর্যন্ত অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
বলে রাখি, গত ১৫ মে সকালে গড়ফায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ। এর পরই তাঁর সহবাসসঙ্গী সাগ্নিকের দিকে অভিযোগের আঙুল ওঠে। অভিযোগ, পল্লবীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি। জেরার পর সাগ্নিককে গ্রেফতার করেন তদন্তকারীরা। তদন্তে উঠে আসে, পল্লবী ছাড়াও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়ে♉ছে ওই যুবকের। এমনকী ভুয়ো কলসেন্টার চক্রেও জড়িত সে।