ꦫ কদিন আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ে প্রেরণার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ইনস্টাগ্রামে। দ্বিতীয় স্ত্রী অপর্ণার সঙ্গে ডিভোর্স হওয়ার পাশাপাশি, মেয়ের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছেদ হয়েছে অভিনেতার। তবে ভাইঝির সঙ্গে যে সম্পর্ক আছে পল্লবীর তা প্রমাণ হয়ে গিয়েছিল ২০২৩ সালের শেষেই। প্রেরণা আর পল্লবীর ছবি ভাইরাল হয়েছিল সোশ্যালে। আর এবার ভাইপোর সঙ্গে ছবি দিলেন প্রসেনজিতের বোন।
🎶পিসির কাছে ভাইঝি যতটা আদরের, ঠিক ততটাই ভাইপো। ৬ জানুয়ারি ছিল প্রসেনজিৎ-পুত্র মিশুকের জন্মদিন, যার ভালো নাম তৃষাণজিৎ। আদরের ভাইপোর সঙ্গে ছবি শেয়ার করে পল্লবী সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আরও একটা নতুন বছর। নতুন রোমাঞ্চ। জন্মদিনের অনেক শুভেচ্ছা মিশুক। খুব ভাল ভাবে কাটুক দিনটা।’
𒀰ডিসেম্বরের শেষে প্রেরণার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন পল্লবী। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার ভাইঝি @prer1608-এর সঙ্গে কয়েক বছর পর পুনরায় দেখা হল—একটি সুন্দর ক্রিসমাস সারপ্রাইজ, আমার ছোট্ট এঞ্জেলকে এক অত্যাশ্চর্য মহিলা হয়ে উঠতে দেখলাম।’ প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রীকেও ট্যাগ করলেন তিনি সেই পোস্টে।
আরও পড়ুন: ꦗক্রিকেট বিশ্বকাপ পথের কাঁটা হয় টাইগার ৩-এর! কোন ওটিটি-তে এলেন সলমন-ক্যাটরিনা?
💜প্রথম দুবার বিয়ে ভাঙার পর প্রসেনজিৎ ঘর বাঁধেন অর্পিতার সঙ্গে। তাঁদের একমাত্র ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। ছেলেকে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘শুভ জন্মদিন মিশুক @trish.c2005! তুমি যা কিছুই করো সমস্ত কিছুতে যেন সফল হও, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একজন ভালো মানুষ হতে হবে। আমার ভালোবাসা ও আশীর্বাদ সবসময় রয়েছে সাথে। মঙ্গল হোক।’
আরও পড়ুন: ဣঅঙ্কিতার রোজ ঝগড়া ছেলের সঙ্গে, বিগ বসে আসছেন ভিকির মা! দাবি, ‘ওকে আমি ছাড়ব না’
𒁏দেখতে দেখতে ১৯ বছরে পা রেখেছেন তৃষাণজিৎ। আজকাল হামেশাই লাইমলাইটে থাকেন প্রসেনজিৎ-পুত্র। এই মুহূর্তে তামিলনাড়ুর এক কলেজে পড়াশোনা করছে অভিনেতার বিলেত ফেরত পুত্রটি। আজকাল প্রায়শই বাবার পাশাপাশি বিনোদন জগতের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মেলে মিশুকের। মাঝে শোনা গিয়েছিল, ফুটবলার হতে চান মিশুক। মেসির অন্ধ ভক্ত। নিয়ম করে প্রশিক্ষণও করেন। কিন্তু এখন খবর বাবার মতোই আসবেন তিনি অভিনয় জগতে।
🧜ছেলের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা জানিয়েছিলেন, ‘ও (তৃষাণজিৎ) খেলে দারুণ, ক্যাপ্টেন। ফুটবল ভালো খেলে, এখন আবার শেক্সপিয়ারের নাটকও করছে। আবার মাঝে মাঝেই দেখছি, ফোন নিয়ে ছোট ছোট ছবি বানাচ্ছে। ও কী করবে, তাই ও নিজেই ঠিক করুক। আমরা ওর পাশে আছি। তবে আমি ওকে এটা বলে দিয়েছি সিনেমা করলে আমি কিন্তু প্রডিউস করব না, তৈরি করে দেব। তারপর লড়াই করতে হবে। কারণ আমাকে কেউ করে দেননি। নিজেই নিজের জায়গা তৈরি করতে হয়েছে।’