বহুদিন ধরেই চর্চায় রয়েছে পরমব্রত-পিয়ার বিয়ে। অনুপম রায়ের ঘর ভাঙার দায় চেপেছে𓄧 পরমের উপর। সোশ্য়ল মিডিয়ায় ট্রোলিং চলছেই, 'বউ চোর' অপবাদও পেয়েছেন পরম। যদিও তাতে থোড়াই কেয়ার পরমের। সাফ জানিয়েছেন, এসবে কিছুই যায় আসে না তাঁর।
এদিকে সদ্য মধুচন্দ্রিমা সেরে ফিরেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। যদিও পরম-পিয়ার সেলিব্রেশন এখনও শেষ হয়নি। জানা যাচ্ছে, বিয়েটা চুপিসারে হলেও ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব, পরিচিতদের নিয়ে ঘট করেই꧃ রিসেপশন পার্টি দেবেন পরম-পিয়া। এখন প্রশ্ন, সেতো না হয় হল, তবে রিসেপশনটা হচ্ছে কবে?
জানা যাচ্ছে, আগামী ২৪ ডিসেম্ব, বড়দিনের ঠিক আগেই শহরে ঘটনা 🍒করে হচ্ছে বড় সেলিব্রেশন। হ্য়াঁ, ঘটা করেই রিসেপশন পার্টি দিচ্ছেন তাঁরা। সেখানে আমন্ত্রিত থাকবেন ইন্ডাস্ট্রিতে পরম-পিয়ার ঘনিষ্ঠরা। ইতিমধ্যেই তাঁদের কাছে নিমন্ত্রণ পত্রও পৌঁছে গিয়েছে। এখন দেখার পরম-বিয়ের এই বিশেষ দিনে কে কে উপস্থিত থাকেন? সেখানে অনুপম রায় ঘনিষ্ঠ কারোর ডাক পড়ে কিনা!
আরও পড়ুন-সৌরভের সঙ্গে বিয়েতে সবই স্পেশাল, এ কেমন গাছকৌট꧋ো অর্ডার দিয়ে বানালেন⭕ দর্শনা!
এদিকে সোশ্যাল মিডিয়ায় সেভাবে উপস্থিত না থাকলেও তাঁর বিয়ে নিয়ে যে লোকে গালমন্দ করছেন, তা কানে গিয়েছে অভিনেতার। আর তাই আয়ারল্যান্ডে মধুচন্দ্রিমা পর্ব সেরে ফিরে সেবিষয়ে 🥂🤡জবাবও দিয়েছেন পরমব্রত। ট্রোলিং নিয়ে কী বক্তব্য তাঁর?
এক সাক্ষাৎকারে পরমব্রত সাফ জানিয়েছেন, ‘সম্পর্ক নিয়ে মানুষ সবসময় যেভাবে ভাবেন বা বিচার করেন তেমনটা নাও হতে পারে। আর কোনও সম্পর্কের মাপকাঠি সোশ্যাল মিডিয়া কখনওই হতে পারে না। তাই তাদের দৃষ্টিভঙ্গি কী এস🐲বে আমার কিছু যায় আসে না।’
এদিকে নিউজ 18-কে পরমব্রত বলেন, 'আমি ট্রোলিং ফলো করি না এবং সেই সময়ও আমার নেই। তবে কাছের মানুষদের কাছ থেকে, বন্ধু-বান্ধবদের কাছ থেকে সেগুলো শুনতে পাচ্ছি এবং অদ্ভুত একটা অ🧔নুভূতি হচ্ছে যা বলে বোঝাতে পারব না। আবার বহু প্রিয় মানুষ, বন্ধু-বান্ধব অনুরাগীরা আমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথম একটা সপ্তাহ এই শুভেচ্ছা ও ট্রোলিংয়ের ব্যালেন্সটা সামলাতেই চলে গেল। তারপর বাইরে ঘুরতে গিয়েছিলাম খুব ভালো সময় কাটিয়েছি। সবেমাত্র ফিরেছি। তবে সবকিছুকেই আমি খুব স্পোর্টিংলি নিয়ে থাকি।’