তাঁরা দুজনেই নারী, আর আজ তাঁদের নিয়েই সিনেমার দুনিয়ায় জয়জয়কার। একজন অনসূয়া সেনগুপ্ত, অন্য়জন পায়েল কাপাডিয়া। কাল চলচ্চিত্র উৎসবে তাঁদের হাত ধরেই আজ দেশের মুখ উজ্জ্বল হয়েছে। অনসূয়া ও পায়েলকে নিয়ে আপ্লুত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও।
কান চলচ্চিত্র উৎসব-এ ‘দ্য শেমলেস’ ছবির জন্য Un Certain Regard বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনসূয়া সেনগুপ্ত। তিনিই প্রথম ভারতীয় যিনি কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার সেরা সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন। অন্যদিকে ৩০ বছর পর কোনও ভারতীয় ছবির জন্য কানের সর্বোচ্চ সম্মান পাম ডি'ওর জয়ের প্রত্যাশা জাগিয়েছিল পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। তবে সর্বোচ্চ পুরস্কার হাতছাড়া হলেও কানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ পিঁ পুরস্কার জিতেছে পায়েলের এই ছবি।
আর তাই সেই অনসূয়া সেনগুপ্ত ও পায়েল কাপাডিয়াকে নিয়ে আপ্লুত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার পাতায়, দুজনের সেই সেরা মুহূর্তের ছবি শেয়ার করেছেন পরমব্রত। লিখেছেন, ‘আমরা বিস্ময় এবং শ্রদ্ধার সঙ্গে দেখছি। ওরাঁ দুই স্বাধীন শিল্পী হিসাবে, ধৈর্য সহকারে এবং নীরবে কাজ করে। স্পটলাইট থেকে শত মাইল দূরে থেকেও তাঁরা তাঁদের নিজ নিজ শিল্পে ভারতীয় সিনেমাকে সর্বাধিক সম্মান এনে দিয়েছে!’ পরমব্রত কথায়, ‘আমরা যখন অন্য গৌরব খুঁজছিলাম, ওঁরা তখন ইতিহাস তৈরি করেছে, এটা নিয়ে কোনও শব্দ না করেও! ওঁদের কুর্নিশ আর অবশ্যই ধন্যবাদ।’