বক্স অফিসে যেমন পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক ছবি হিট করেছে, তেমন একাধিক ছবি চলেওনি। বক্স অফিসের ব্যর্থতা মেনে নিয়ে সেই প্রসঙ🌟্গে মুখ খুললেন পরমব্রত চট্টোপাধ্যায়। কী জানালেন বৌদি ক্যান্টিন থেকে লড়াইয়ের মতো ছবিগুলোকে নিয়ে?
আরও পড়ুন: ভারতজুড়ে ১৫ কোট🦋ি আয় বহুরূপীর! বর্তমানে কোথায় দাঁড়িয়ে টেক্কার আয়, জানালেন সৃজিত
বক্স অফিসে ব্যর্থতা বা সফলতা নিয়ে কী বললেন পরমব্রত?
এদিন সোল কানেকশন পডকাস্ট শোতে পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর ছবির ব্যর্থতা বা সফলতা প্রসঙ্গে কথা বলতে গিয়েই নিজের অক্ষমতাগুলো আগেই স্বীকার করে নেন। একই সঙ্গে জানান যাঁরা বলেন মানুষ বোঝেনি, মানুষ ভুল তাঁরা ভুল কথা বলেন। অভিনেতার কথায়, 'কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনে হেরে যাওয়ার পর বলে মানুষ ভুল করল। এর থেকে বড় ভুল কথা আর কিছু হতে পারে না। মানুষ ভুল করল? আমি একটা একটা জিনিস করতে পারিনি সেটার জন্য আমি মানুষকে দোষ দেব? এসব সব ছোটবেলার ক♍ৈশোর না কাটা কথাবার্তা। মানুষের দায় নেই এসব বোঝার। আমার দায় আছে একটা মানুষ যে টিকিট কেটে হল𓆏ে ঢুকছে সে কী জীবনযাপন করছে, তার জীবনে কী কষ্ট সেটা দেখার? তাহলে সে কেন দায় নিতে যাবে? তার দায় নেই। তার দায় এটুকু যে সে ছবিটার সঙ্গে ৪টে নাম দেখেছে, সেই প্রত্যাশা থেকে ছবিটা সে দেখতে আসবে। ট্রেলার দেখে মনে হয়েছে কানেক্ট করতে পারছে তাই দেখতে যাবে বা টিভিতে বা OTT মাধ্যমে দেখবে। এটুকুই। কেউ যদি আমার কাজ না দেখে তাহলে বুঝতে হবে আমার বলায় ভুল থেকেছে কোথাও। নইলে সময় নির্বাচন ভুল থেকেছে।'
এরপরই তিনি এই বিষয়টা বোঝাতে গিয়ে উদাহরণ দেন তাঁর একাধিক ছবির। বলেন, 'যেমন, লড়াই ছবিটি ব্যয় করে, অতি যত্ন নিয়ে বানা🐟নো একটা ছবি, কিন্তু হলে চলেনি একেবারে। আমি মেনে নিয়েছিলাম যে ভুল হয়েছে আমার কিছু। আবার যে ছবি অতটা ভেবেই বানানো নয় যেমন সোনার পাহাড়, হাওয়া বদল সেগুলোর সঙ্গে মানুষ নিজেদের মেলাতে পেরেছে।' এদিন তিনি একই সঙ্গে বলেন বৌদি ক্যান্টিন ছবিটি তিনি ভুল সময়ে মুক্তি দিয়েছিলেন। ফলেꦕ বক্স অফিসে তেমন না চললেও পরে ছবিটি যখন OTT মাধ্যমে আসে তখন সেখানে তাঁর এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয়ের দারুণ প্রশংসা হয়। বাড়ে ভিউয়ারশিপ। তাঁর মতে ২০২২ সালের পুজোয় যখন ছবিটি মুক্তি পেয়েছিল তখন মানুষ সেই আমেজে ছিলেন না এই ছবিটি দেখার মতো। প্যান্ডেমিক কাটিয়ে তাঁরা সেই বছর প্রথম পুজোর আমেজে ভাসতে চেয়েছিলেন। সেই জন্যই কর্ণসুবর্ণের গুপ্তধন ছবিটি হিট করেছিল বলে পরমব্রত চট্টোপাধ্যায় মনে করেন।