‘এই তিলোত্তমার আশ্রম আমার শান্তির মহাকাশ। ওখানে আমি স্বর্গের অনুভূতি ল𝐆াভ করি। এই আশ্রমই আমার দিনরাত, আমার জগৎ’। তিলোত্তমা নিয়ে আবেগপ্রবণ হয়ে এই কথাগুলি বলতে শোনা গেল বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। আর তৃণা রবি ঠাকুরের সুরে বললেন, ‘যদি কেউ ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে- এই একলা চলার কথা অনেকেই বলেন। কিন্তু একলা থাকতে পারে কজন?’ আর অভিনেতা নীলকে দেখা গেল মাইক হাতে, গায়কের বেশে। এমনই কিছু টুকরো ছবি উঠে এল 'তিলোত্তমা'র ট্রেলারে।
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে আর সরস্বতী পুজোর দিন মুক্তি পেয়েছে নীল-তৃণার প্রথম ছবি ‘তিলোত্তমা’র ট্রেলার। যেখানে প্রথমবার একসঙ্গে একই ছবিতে কাজ করলেও এই ছবিতে কিন্তু নীল-তৃণা একে অপরের সঙ্গে জুটি বাঁধেননি। এখানে সিঙ্গল মাদারের চরিত্রে দেখা গেল অভিনেত্রী তৃ♌ণা সাহাকে।
অন্যদিকে তৃণার রিয়েল লাইফ স্বামী অভিনেতা নীল ভট্টাচার্যকে এখানে গায়কের ভূমিকায় দেখা গেল। বিষন্ন হয়ে অভিনেতা নীলের চরিত্রকে বলতে শোনা গেল, ‘আমাদের জীবনে যখ♒ন ঝড় আসে, তখন আমরা আঘাত পাই। খুব একা মনে হয় নিজেদের। জীবনের সব আনন্দ হারিয়ে ফেলি।’ তবে আবার পরক্ষণেই নীলের চরিত্রটিকে বলতে শোনা গেল, ‘ঝড় ঠিক থে𝔍মে যাবে। সব শান্ত হয়ে যাবে। আর এই ঝড়ের মধ্যেই তোমরা আনন্দ খুঁজে পাবে।’ নীলের ভয়ের ওভারের সঙ্গে ট্রেলারের এই দৃশ্যায়নের সঙ্গে অবশ্য এক ঝলক নীল-তৃণাকে একসঙ্গে দেখা যায়।
ছবির ট্রেলার শেয়ার করে নির্মাতাদের তরফে লেখা হয়েছে, ‘আমাদের তিলোত্তমায় স্বাগত। আসুন, আমাদের যাত্রার অংশ হোন। ১৫ই মার্চ প্রেক্ষাগৃহে দ♔েখা হবে।’
এই শ꧃হরকে কেন্দ্র ক𒅌রেই এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলতে আসছে সৌম্যজিৎ আদক পরিচালিত ‘তিলোত্তমা’। এই ছবিতে নীল-তৃণা ছাড়াও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়, রাই দাস। এছাড়াও রয়েছেন রজত গঙ্গোপাধ্যায়, পূষণ দাসগুপ্ত, পূজা সরকার, রুপদিপ্তা মুখোপাধ্যায়, আকর্ষিণী শেঠ (শিশু অভিনেতা) সহ আরও অনেকে।
♚যদিও এই ছবির সবকটা চরিত্র কীভাবে একে অপরের সাথে জড়িয়ে, কীভাবে জীবনের চড়াই উৎরাই পার করে কীভাবে এই আশ্রমের শ্যামাপদ বাবু সবাইকে জীবনের নতুন দিশা খুঁজে পেতে সাহায্য করেন, সেটা নিয়েই এই ‘তিলোত্তমা’র গল্প। ‘অঞ্জনা প্রেজেন্টস’ এর প্রযোজনাতে বড়োপর্দায় মুক্তি পাবে এই ছবি ‘তিলোত্তমা’।