১৯৫৪ সালে ৪ এপ্রিল নবাব পরিবারে জন্ম হয়েছিল পཧারভিন ববির। বেঁচে থাকলে আজ প্রায় সত্তর বছর বয়স হতো বলিউডের অভিনেত্রীর। ৭০-৮০ এর দশকে বলিউড কাঁপিয়ে বেড়িয়েছেন। আꦯজ অভিনেত্রীর জন্মবার্ষিকী।
সালটা ১৯৭২। সেই সময় মডেল হিসাবে কেরিয়ার শুরু করেন পারভিন। মডেলিং করতে করতেই রুপোলি পর্দায় নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে যান তিনি। পরের বছর, ১৯৭৩ সালে ‘চরিত্র’ সিনেমার হাত ধরে বলিউডে হাতেখড়ি হয় পারভিনের। বক্স অফিসে ওই ছবি না চললেও পারভিনের উপস্থিতি নজর কাড়ে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। আরও পড়ুন: ফের বনশালির নায়িকা, 'লাভ📖 অ্যান্ড ওয়ার'-এ কেমন চরিত্রে দেখা যাবে আলিয়াকে
২০০৫ সালের ২২ জানুয়ারি ফ🀅্ল্যাটে পারভিন ববির দেহ উদ্ধার হয়। পুলিশের সন্দেহ প্রায় তিন ধরে ফ্ল্যাটের ভিতরে মৃত অবস্থায় পড়েছিল অভিনেত্রীর দেহ। তাঁর মৃত্যু রহস্য, মানসিক অবসাদ এবং মহেশ ভাটের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা কথা উঠেছিল। কিন্তু পারভিন মানেই শুধু এমন মুচমুচে রোম্যান্টিক গল্প নয়। পারভিন ববির জন্মবার্ষিকীর বিশেষ দিনে ফিরে দেখা য♉াক জিনাত আমনের শেয়ার করা একটি পুরনো পোস্ট।