সোশ্যাল মিডিয়ার পর্দায় চোখ রাখলেই মাঝে মাঝে এক ধরনের বিজ্ঞাপন দেখা যায়, 'অমুক বয়সের মধ্যে সুন্দর স্মার্ট বাচ্চা চাই।' বড়দের ক্ষেত্রেও যেমন সমাজের চোখে সুন্দর, ফর্সা, সুন্দর দৈহিক গঠনের অভিনেতা, অভিনেত্রীর খোঁজ চলে তেমনই শিশুদের নিয়েও প্রায় একই ধরনের বিজ্ঞাপন দেখা যায় কোনও শুট বা সিরিয়াল / সিনেমার জন্য। এবার সেটা নিয়ে মুখ খ🅘ুললেন অভিনেত্রী পায়েল। তিনি রীতিমত এমন বিজ্ঞাপন ক্ষেপে যান। ফেসবুকে একটি পোস্ট করে সেটার বিরোধিতাও করেন তিনি। শিশুশিল্পী বাছাইয়ের এমন ধরন দেখে কাস্টি🍸ং ডিরেক্টরদের প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন 'রামপ্রসাদ' ধারাবাহিকের মা কালী।
এদিন অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রতিটা শিশুই সুন্দর। দয়া করে শিশুশিল্পী খোঁজার সময় সুন্দর দেখতে, ইত্যাদি ইত্যাদি পোস্টে উল্লেখ করবেন না। আগে মানুষ হন তারপর কাস্টিং ডিরেক্টর হবেন।' অভিনেত্রী এই পোস্ট করার পর তাঁর বহু সহকর্মীরা তাঁকে সমর্থন জানিয়েছেন। রীতিমত ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। অনেকেই সেটা শেয়ার করেন। সকলেরই বক্তব্য এক। তাঁরা তাঁর সঙ্গে সহমত পোষণ করেন। অনেকেই এই পোস্টে মন্তব্য করেন। এক ব্যক্তি লেখেন, 'একদম ঠিক কথা।' আরেকজন লেখেন, 'একদম ঠিক, প্রতিটা মানুষ নিজের মতো করে সুন্দর। আলাদা করে সুন্দর শব্൩দট🤡া ব্যবহার করার অর্থই হল বডি শেম করা।'
প্রসঙ্গত পায়েল নিজেও এক সন্তানের মা। তাঁর ৪ বছরের একটি ছেলে আছে। তবে ছেলেকে এখনই বিনোদনের জগতে আনতে চান না অভিনেত্রী। তিনি চান তাঁর সন্তান এখন নিজের জগতেই থাকুক🌞। ছেলেবেলা উপভোগ করুক।
অভিনেত্রী তাঁর এই পোস্টের বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'আমি এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম। এদিন একটি শিশুশিল্পীর খোঁজে পোস্ট দে♕খে মনে হল অনেক হয়েছে এবার লিখতে হবে। কাস্টিং ডিরেক্টররা হামেশাই লেখেন সুন্দর দেখতে অভিনেতা/অভিনেত্রী চাই। প্রতিটা মানুষ যার যার মতো করে সুন্ജদর। শিশুদের জন্য তো এসব একদমই লেখা ঠিক নয়। চরিত্র অনুযায়ী চাহিদা থাকতেই পারে কিন্তু সেট সৌন্দর্যের ভিত্তিতে নয়।'