প্রেমের লাল রঙে নতুন বউ শ্রীময়ীকে রাঙাতে চান কাঞ্চন। বিয়ের পর প্রথম দোল, শ্রীময়ীর সঙ্গে রঙের চাদর জড়িয়ে কাটাচ্ছেন কাঞ্চন। বললেন, ‘শ্রীময়ীর কপালে লাল আর গালে সবুজ আবির মাখাব’। জুটির দোল খেলার আদুরে মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যালে ভাইরাল। কিন্তু এইসবের মাঝে কেমন আছেন পিঙ্ﷺকি?
বিবাহবিচ্ছিন্ন পুরুষকে বিয়ে করে তিনি ভুল করেছেন, সেই ভুলের স্বীকারোক্তি প্রকাশ্যেই করেছেন। জানিয়েছেন, ছেলে ওশকে নিয়ে ভালো আছেন তিনি। আপতত পিঙ্কির জীবনের একমাত্র ওপ্রꦯায়োরিটি তাঁর ছেলে। একইসঙ্গে অভিনয় কেরিয়ার সমান তালে চালাচ্ছেন কাঞ্চনের প্রাক্তন।
ভালোবেসে ডিভোর্সি কাঞ্চনের হাত ধরেছিলেন পিঙ্কি। বয়সে তিনিও কাঞ্চনের চেয়ে প্রায় ১০ বছরের ছোট। দীর্ঘদিন ছাদ আলাদা হলেও চলতি বছর জানুয়ারিতেই ডিভোর্স চূড়ান্ত হয়েছিল দুজনের। মাস ঘুরতে না ঘুরতেই শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন। শুধু বিয়ে বলল🀅ে ভুল হবে, রীতিমতো ধুমধাম করে ছাদনাতলায় ৫৩-র কাঞ্চন। কিন্তু থেমে নেই পিঙ্কি। নিজের মতো করে সাজাচ্ছেন জীবন। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ পিঙ্কি। তবে কাঞ্চন-ဣশ্রীময়ীর খবর নিজের সোশ্যাল মিডিয়া ফিডে আসার পথ বন্ধ করেছেন তিনি। আপতত নিঃশব্দেই নিজের সুখ আর শান্তি খুঁজছেন পিঙ্কি।
ফেসবুকে একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। তারই কন্ঠে শোনা গেল ছোট্ট এক লাইনের বার্তা, ‘নিঃশব্দকে মন দিয়ে শুনুন, সেটা অন✤েক কথা বলে’। একই সঙ্গে এদিন পিঙ্কির প্রশংসায় পঞ্চমুখ তাঁর ‘স্বয়ংসিদ্ধা’ কো-স্টার দেব ওরফে দেবনাথ চট্টোপাধ্যায়। অভিনেতা লেখেন, ‘রূপকথার রেডিও’ থেকে ‘স্বয়ংসিদ্ধা’….পিঙ্কির মতো সু-অভিনেত্রী, মনের মতো মানুষ থাকলে কত কি যে শেখা যায়…'।
সহ-অভিনেতার কাছে এহেন প্রশংসা পেয়ে আপ্লুত পিঙ্কি। অন্যদিকে তাঁর জবাবে মুগ্ধ নেটিজেনরা। অভিনেত্🀅রী লেখেন, ‘একা কখনও টেবিল টেনিস খেলা যায়? আমরা যখন অভিনয় করি, কখন স্কোয়াশ খেলি না, হার-জিতের কথাও ভাবি না। শুধু মন দিয়ে প্রাণ দিয়ে, অভিনয়টুকু করি। ধরা-ছাড়ার মাঝখানে মুহূর্তগুলো থেকে যায় সময়ের ক্যাপসুলে’।
পিঙ্কির জবাবের পালটা ‘স্বয়ংসিদ্ধা’র হরিনারায়ণ মানে দেব চট্টোপাধ্যায় লেখেন, ‘কী ভালো করে কথাগুলো বললে’। আকাশ আটের এই মেগায় পিঙ্কির অভিনয়ে মুগ্ধ স🌜কলেই। গল্পের নায়ক বিশ্বাবসু মিত্র দিন কয়েক আগে পিঙ্কির প্রশংসা করে লিখেছিলেন, 'পিঙ্কিদি কত বড় মাপের শিল্পী সেটা বলার আমি কেউ নই। যেটুকু বলার পিঙ্কিদির মতো সহশিল্পী এবং অভিভাবক থাকলে অভিনয় করার স🌺ময় একটা আশ্চর্য জোর পাওয়া যায়। আমার সৌভাগ্য এমন বেশ কয়েকজন শিল্পী অভিভাবকের সাথে রোজ স্ক্রীন শেয়ার করতে পারি আর তাঁদের মধ্যে পিঙ্কিদি একজন।
মণিলাল বন্দোপাধ্যায়-এর উপন্যাস অবলম্বনে তৈরি এই মেগা সিরিয়াল প্রতিদিন সন্ধ্🌠যা সাতটায় সম্প্রচারিত হয় আকাশ আটে।