আমেরিকার পর এবার কানাডাতেও হাউসফুল পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের শো। পাঞ্জাবি গায়কের শো দেখতে হাজির খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে, করমর্দন করতে, তাঁকে জড়িয়ে ধরতে দেখা যায় জাস্টিন ট্রুডোকে। তাঁর অকপট স্বাকীরোক্তি, 'পাঞ্জাবিরা ইতিহাস তৈরি করতে পাꦇরেন, চাইলে গোটা স্টেডিয়ার বিক্রি করে দিতে পারেন।’
ঠিক কী ঘটেছে?
গত সপ্তাহে কানাডায় টরন্টোর রজার্স সেন্টারে শো করেন দিলজিৎ দোসাঞ্জ, সেই শো ছিল হাউসফুল। প্রসঙ্গত দিলজিৎই প্রথম পাঞ্জাবি শিল্পী যাঁর শো সেদিন হাউসফুল হয়। যে শো কানাডায় ইতিহাস তৈরি করছে বলা চলে। প্রসঙ্গত, র🐬জার্স সেন্টারের খোলা স্টেডিয়ামে মোট ৪৯ হাজার ২৮৬ টি আসন রয়েছে। আর সেই শোয়ের প্রায় সবকটি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। আর সেদিনই দিলজিৎ-এর শোয়ের আগে হাজির হন খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
দিলজিৎ দোসাঞ্জের টিমের তরফে কানাডার ওই শোয়ের কিছু ঝলক শেয়ার করা হয়েছে। যেখানে দি𝔉লজিতের টিমকে দিলজিতের হুক লাইন বলতে শোনা যায়, ‘পাঞ্জাবি আ গে ওয়ে (পাঞ্জাবিরা এখানে আছে)।’ তাঁদেরকে উল্লাস করতেও দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে শোয়ের আরও একটা ভিডিও শেয়ার করে দিলজিৎ লিখেছেন, ‘বৈচিত্র্যই কানাডার শক্তি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সেই ইতিহাসের সাক্ষী হতে এসেছিলেন। আমরা রজার্স সেন্টারও বিক্রি করে দিয়েছি! (অর্থাৎ শোয়ের টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে)’।
ভিডিয়োতে দেখা যাচ্ছে জাস্টিন ট্রুড🌠ো শোয়ের মঞ🌠্চে উঠে দিলজিৎকে জড়িয়ে ধরেন। তাঁর হয়ে গলাও ফাটান।
শোয়ের একটা ভিডিয়ো শেয়ার করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যেখানে তিনি দিলজিৎ ও তাঁর কলাকুশলীদের সঙ্গে আরও বশেকিছু ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘রজার্স সেন্টার তার শোয়ের আগে @diljitdosanjh শুভকামনা জানাতে পৌঁছেছিলাম। কানাডা দারুণ একটা দেশ, যেখানে পাঞ্জাবের একজন ছেলে ইতিহাস গড়তে পারে এবং গোটা স্টেডিয়ামও বিক্রি করে দিতে পারে। বৈচি💝ত্র্য শুধু আমাদের শক্তি নয়। এটা একটা সুপার পাওয়ার’।
নেটপাড়ার প্রতিক্রিয়া
দিলজিতের অনুরাগীরা তাঁর এই সাফল্য উদযাপনের জন্য কমেন্ট সেকশনে নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'পাঞ্জাবিরা ভারতকে বিখ্যাত করছে। তাঁরা তাঁদের বিশ্বের মানচিত্রে তুলে ধরেছে! পাঞ্জাবি আ গায়ে ওয়ে (হৃদয় ও চোখের ইমোজি)। ‘ আরেকজꦍন লিখেছেন, ‘এমনটা হয়ত কেউ আশা করেননি (কান্নার ইমোজি দিয়ে হাসছি)।’ ২০২৪ বছরটিতে সবকিছুই শুধুই প্রত্যাশিত ঘটনা ঘটছে।’
পাঞ্জাবি গায়ক হয়েও বর্তমানে তাঁর আধিপত্য গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। দিলজিৎ-এর জনপ্রিয়তা এখন দেশ ছাড়িয়ে বিদেশের মাটিও ছুঁয়ে ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কানাডা, দুই দেশেই দারুণ জনপ্রিয় দিলজিৎ-এর গান। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কো😼চেল্লাতে জিমি ফ্যালনের সঙ্গে ‘দ্য টুনাইট শো’তে পারফর্ম করে ইতিহাস তৈরি করেছেন দিলজিৎ। সেই শো ছিল সুপারহিট। এমনকি উত্তর আমেরিকার বক্স অফিসেও দিলজিৎ দোসাঞ্জের পাঞ্জাবি রোমান্টিক কমেডি ‘জাট অ্যান্ড জুলিয়েট ৩’ বেশ ভালোꦉ সাড়া ফেলেছে। আর আমেরিকার পর দিলজিৎ-এর চোখ এবার কানাডার দিকে।
এদিকে সিনেমা🍷র ক্ষেত্রে দিলজিৎকে আগামীতে নো এন্ট্রি ২-তে অভিনেতার চরিত্রে দেখা য൩াবে।