২০২৩ সালের শীতের ছুটিতে মুক্তি পেয়েছিল 🍸রাজকুমার হিরানির ডাঙ্কি। একই দিনে এসেছিল সালার। বক্স অফিসে দুই ছবির ক্ল্যাশ নিয়ে কম কথা হয়নি। এবার গোটা বিষয়♋ নিয়ে কী বললেন প্রভাস অভিনীত ছবির প্রযোজক?
সালার এবং ডাঙ্কির ক্ল্যাশ নিয়ে কী বললেন প্রশান্ত নীল?
কেজিএফ এবং কেজিএফ ২ এর পরিচালক প্রশান্ত নীল সম্প্রতি রাজকুমার হিরানি এবং শাহরুখ খানের থেকে ক্ষমা চেয়েছেন প্রভাস অভিনীত সালার ছবিটিকে ডাঙ্কি ছবিটির সঙ্গে একই দিনে মুক্তি দেও🦩য়ার জন্য। এই বিষয়ে বলে রাখা ভালো বহুদিন আগে থেকেই ঘোষণা করে রাখা হয়েছিল যে ডাঙ্কি ২০২৩ এর বড়দিনে আসবে। সেখানে সালার একই দিনে মুক্তি পাওয়ায় বেশ জলঘোলা হয়েছিল। তবে এদিন নিউজ ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত নীল বলেন, ‘আমাদের কাছে ওই একটা দিনই মাত্র ছিল। আমরা এটার জন্য ডাঙ্কির টিমের কাছে ক্ষমা চাইছি। ওরাই আগে ডেটটা ঘোষণা করেছিল। এটা কারও জন্যই ঠিক নয় যে আগে থেকে কেউ যে দিনে ছবির মুক্তি ঘোষণা করে রেখেছে সেদিনই নিজেদের ছবির মুক্তি ঘটানো। ওরা ওদের ছবির মুক্তির কথা প্রায় বছর খানেক আগেই বলে রেখেছিল। তাই সালারের গোটা টিমের তরফে ডাঙ্কির টিমের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
তিনি এদিন আরও বলেন, ' আমরা চাইনি এমন কোনও পরিস্থিতি তৈরি হোক। শাহরুখ স্যার আর রাজকুমার স্যার খুবই কাছের আমার। আমরা চাইনি এমন একটা অবস্থা তৈরি হোক। কিন্তুཧ ভাগ্যে বোধহয় ছিলই তাই ওটা ঘটে গেল।'
এই বিষয়ে বলে রাখা ভালো, একই দিনে মুক্তি পাওয়া সত্ত্বেও বক্স অফিসে সালার এবং ডাঙ্কি দুটো🎃 ছবিই জাঁকিয়ে ব্যবসা করেছিল। ডাঙ্কিতে শাহরুখের সঙ্গে তাপসী পান্নু, ভিকি কৌশল, প্রমুখ ছিলেন। সালার ছবিতে প্রভাসের সঙ্গে ছিলেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারান, প্রমুখ।
আরও পড়ুন: 'অন্যতম স্মার্ট মার্কেটিং মাইন্ড', বাবার প্রশংসায় পঞ্🌼চমুখ আর🍸িয়ান, ছেলেকে ব্যবসায় কী কী টিপস দেন শাহরুখ?