গোটা দেশে যখন ডাঙ্কি আর সালারের লড়াই, তখন বাংলার মানুষ মেতে রয়েছে দেবের প্রধান আর মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা নিয়ে। বড়দিনের সপ্তাহে ডিসেম্বরের ছুটিতে মুক্তি পেয়েছিল এই দুটি সিনেমা। বড় প্রযোজনা সংস্থার হাত ধরে, নামী স্টারকাস্ট নিয়🌞ে তৈরি দুটো ♔ছবিই ছিল পারিবারিক দর্শকদের কথা মাথায় রেখে তৈরি। তবে ফলাফল আসতে দেখা গেল, বাজিমাত করে গেল প্রধান-ই।
শুরু থেকেই প্রধান ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। যার অন্যতম কারণ ছবির পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী। টনিক আর প্রজাপতির মতো হিট উপহার দিয়েছিলেন দেব-অতনু-অভিজিতের জুটি। আর তাই প্রধান নিয়েও প্রত্যাশা ছিল আকাশচুম্বী।&ܫnbsp;
আরেক কারণ হল ছবিতে দেবের হিরোইন সৌমিতৃষা কুণ্ডু। ছোট পর্দায় মিঠাই করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন সৌমিতৃষা। আর বড় পর্দায় পা রাখলেন দেবের হাত ধরে। দেব আর সৌমিতৃষার জুটিকে ভালোবেসে ‘দেবতৃষা’ নাম রাখে তাঁদের ভক্তরা। প্রধান-এর স্টারকাস্টও ছিল বিশেষ উল্লেখযোগ্য। পরাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর, সোহম চক্রবর্তী, অনির্বাণ চক🍸্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, বিশ্বনাথ বসু, অনন্যা বন্দ্যোপাধ্যায়রা ছিলেন এই সিনেমায়। তাই♓ অভিনয় যে বেশ কড়া হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
টলিউড টাইমসের রিপোর্ট বলছে ৩ সপ্তাহে প্রধানের আয় ৫ কোটি। শুধু তাই নয়, চতুর্থ সপ্তাহে♎ পা রেখেও বেশ ভালো অঙ্কের শো ধরে রেখেছে দেবের সিনেমা। প্রথম সপ্তাহে প্রধান শো পায় ১৬৮টি। দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে হয় ২২০ টি। এর মধ্যে ২০ টি ছিল বাংলার বাইরে। তৃতীয় সপ্তাহে ২২৭টি, যার মধ্যে ৪টি বাংলার বাইরে। আর চতুর্থ সপ্তাহে প্রধানের হাতে শো ১৬১টি।
মোট আয়ের ৫ কোটির মধ্যে প্রথম সপ্তাহে এসছে ১.৯০ কোটি। আর দর্শকমুখে ছড়িয়ে পড়া পজিটিভ রিভিউ ও লম্বা উইকেন্ডের কারণে দ্বিতীয় সপ্তাহে তা বেড়ꦅে হয় ২.২০ কোটি। তবে তৃতীয় সপ্তাহে এসে আয় এক ধাক্কায় অনেকটাই কমে, ঘরে তোলে মাত্র ৯০ লাখ।&📖nbsp;
কাবুলিওয়ালা বক্স অফিস কালেকশন
এসভিএফের মতো বড় প্রযোজনা সংস্থার বানানো কাবুলিওয়ালার সেভাবে সমস্যা হয়নি হল পেতে। এমনকী সালার আর ডাঙ্কির ঝড়েও, ভালো সংখ্যারই হল ছিল কাবুলিওয়ালার দখলে। সঙ্গে রহমতের চরিত্রে মিঠুন আর মিনি-র চরিত্রে অনুমেঘা মন জয় করেছে দর্শকদের। তৃতীয় সপ্তাহের শেষে কাবুলিওয়ালার আয় সামনে না এলেও, জানা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহে ছবির কালেকশন ছিল ২ কোটির মতো (যেখানে 💙প্রধানের আয় ছিল প্রথম ২ সপ্তাহ মিলিয়ে ৪ কোটি ১০ লাখের মতো)।