বাংলা সাহিত্যের ঝুলি যে মণিমানিক্যে ভরপুর সে আর বলার অপেক্ষা রাখে না। তবে বর্তমানের এই ব্যস্ত সময়ে অনেকেই আলাদা করে আর সেভাবে গল্পের বই পড়ে উঠতে পারেন না। তা🌠ঁদের জন্য তাই আকাশ আট আবারও সাহিত্যের সেরা সময় ফিরিয়ে নিয়ে এসেছে। সেখানে একটার পর একটা জনপ্রিয় উপন্যাস দেখানো হচ্ছে। বর্তমানে চলছে সমরেশ মজুমদারের লেখা তিন ভুবনের পারে বইটি অবলম্বনে একই নামের ছবি। এর আগে এটি নিয়ে ছবিও হয়েছে সেখানে মন্টুর চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার এই বাংলা ধারাবাহিকে একই চরিত্রে কাজ করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।
তিন ভুবনের পারে নিয়ে কেমন অভিজ্ঞতা মন্টু প্রান্তিকের?
যে চরিত্র সৌমিত্র চট্টোপাধ্যায় করে গিয়েছেন সেই একই চরিত্র ছোট পর্দায় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অভিজ্ঞতা কেমন জানতে চাইলে হিন্দুস্তান টাইমস বাংলাকে 🙈অভিনেতা জানান, 'প্রথমে ভীষণ ভয় পেয়েছিলাম।' তিনি তারপর খোলসা করে বলেন, 'প্রথমে এই ভয়টাই পেয়েছিলাম যে সৌমিত্র বাবুর চরিত্রে আমি, স🃏েটা করতে গিয়ে কোনও ভয় পেয়েছিলাম কিনা এটা নিয়ে প্রশ্ন আসবে। (হাসি) তবে হ্যাঁ একটা ভয় তো ছিলই যেহেতু এটা একটা কাল্ট চরিত্র। তবে কাজ করতে গিয়ে বুঝেছি সিনেমার উপর ভিত্তি করে সিরিয়ালটি বানানো হয়নি। বরং পুরোপুরি উপন্যাসের উপর ভিত্তি করেই আমরা কাজ করছি। তাই চরিত্রগুলোর মধ্যে অনেকটাই ফারাক আছে।'
আরও পড়ুন: দেবকে দেখেই পরাণ জ্বলে ওঠে সৌমিতৃ✨ষার! দিদির মঞ্চে বেফাঁস 'প্রধান'-এর রুমি
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের মঞ্চে শৈলেশের কাণ্ডে হতবাক শ্রেয❀়া, কেন বললেন, 'ঠিক যেন রাবণ!'
তিন ভুবনের পারে মন্টু হয়ে ওঠার জন্য কী কী প্রস্তুতি নিয়েছিলেন প্রান্তিক? এই বিষয়ে তিনি জানান, 'তেমন ভাবে কোনও ওয়ার্কশপ করিনি। তবে নিজের লুকসের দিকে নজর দিয়েছিলাম। যেমন গোঁফ রাখা, চুল ব🃏াড়ানো। সেই সময় যেমন ফ্যাশন বা লুকস চলত সেটাকে মাথায় রেখছি। বাকিটা অভিনয় আর স্ক্রিপ্ট।'
আকাশ আটে তিন ভুবনের পারে
নভেম্বরের মাঝামাঝি থেকে আকাশ আটের সাহিত্যের সেরা সময়ে দেখানো হচ্ছে তিন ভুবনের পারে। এখানে মন্টুর চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সরসীর চরি🌳ত্রে আছেন দীপ্সিতা মিত্রকে। এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পূর্বা বন্দ্যোপাধ্যায়, জয়ত্রী বন্দ্যোপাধ্যায়, মধুমিতা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ মৌলিক, চন্দক মুখোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস প্রমুখকে।