একদিন আগে-পড়ে। গতবছর (২০২৩) ক্রিসমাসে মুক্তি পেয়েছিল শাহরুখের ডা🔴ঙ্কি, দিনটা ছিল ২১ ডিসেম্বর, এর ঠিক একদিন পর ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছিল প্রভাসের ‘সালার’। প্রভাস অভিনীত সেই ছবি ঝড় তুলেছিল বক্স অফিসে। ছবিটি প্রভাসের টলমল কেরিয়ারে পায়েᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর তলার মাটি শক্তি করেছিল। এদিকে ছবি মুক্তির এতদিন পর 'সালার' নির্মাতা বলছেন তাঁর শাহরুখের কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু কেন?
ঠিক কী বলেছেন পরিচালক প্রশান্ত নীল?
পরিচালকের কথায়, ‘একই দিনে একাধিক ছবি মুক্তি পাওয়া মোটেও ভালো বিষয় নয়। তবে সেসময় আমাদের কাছে আর কোনও বিকল্প ছিল না। ওই একটাই দিন ছিল। আর তাই আমরা ডাঙ্কির টিমের কাছে ক্ষমাপ্রার্থী। ডাঙ্কি আগে থেকেই ছবি মুক্তির দিন ঘোষণা করে রেখেছিল। কারণ, তাঁরা একবছর আগে থেকে ছবি মুক্তির দিনটা জানিয়ে রেখেছিল। কেউ যে দিনটা আগে থেকেই ঠিক করে রেখেছে, সেই দিনেই আরেকটি ছবি মুক্তির জন্য ঠিক করা অন্যায়। তাই সালারের পুরো টিম, ডাঙ্কি টিমের কাছে ক্ষমাপ্রার্থী।’🌠
প্রশান্ত নীলের কথায়, ‘শাহরুখ স্𝓰যার, রাজকুমার হিরানি স্যার অনেক বড়। আমরা এই পরিস্থিতি চাইনি। তবে ওই দিনটা ঠিক করেছিলাম, শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের কারণে। জ্যোতিষী জানিয়েছিলেন, ওই দিনটিই আমাদের ছবির মুক্তির জন্য শুভ। তাই এই সিদ্ধান্তটা নিতেই হয়েছিল।’
প্রসঙ্গত, বক্স অফিসে 'ডাঙ্কি' এবং 'সালার' দুটি ছবিই দারুণ ব্যবসা করেছিল। মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছিল কিং খানের 'ডাঙ্কি' অন্যদিকে মুক্তির প্রথম সপ্তাহে ২০০ কোটির গণ্ডি টপকে𒐪 ছিল প্রভাসের ‘সালার’। সব মিলিয়ে দুটি ছবিই বক্স অফিসে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যায়।
সালার-এ মূল চরিত্রে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারন, শ্রিয়া রেড্ডি, ইশ্বরী রাও সহ অন্যান্যরা। অন্যদিকে 'ডাঙ্কি'তে কিং খান ছাড়াও ছিলেন ত🦹াপসী পান্নু, ভিকি কৌশল, অনিল গ্রোভার সহ অন্যান্যরা।