আর জি কর কাণ্ডের পর ২৫ দিন অতিক্রান্ত! চিকিৎসক তরুণীর বিচারের দাবিতে আজও স্তব্ধ কয়েক মুহূর্তের জন্য হল তিলোত্তমা। এই স্তব্ধতায় কারুর ক্ষোভ নেই, বরং জ্যাম আটকে থাকা মানুষ বিরক্তি প্রকাশ করছেন না। তাঁরারও সম💜ব্যথী।
দিনভর লালবাজারে জুনিয়র ডাক্তারদের নজিরবিহীন অবস্থান বিক্ষোভ গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়েಞ দেখালো প্রতিবাদের ভাষা এমনটাও হতে পারে! ২২ ঘণ্টা পর লৌহকপাট খুলল, প্রতীকি শিরদাঁড়া হাতে পায়ে হেঁটে বিনীত গোয়েলের হাতেই তাঁর পদত্যাগের ডেপুটেশন তুলে দিল জুনিয়র ডাক্তাররা। বিকালে বৃষ্টি মাথায় নিয়েই বামেদের প্রতিবাদ মিছিল, উল্টোভাঙা থেকে পাটুলি পর্যন্ত মানববন্ধন গড়ে আম জনতা চিৎকার করল ‘জাস্টিস অফ আর জি কর’। সন্দীপ ঘোষের গ্রেফতারি, সিবিআই হেফাজত, চড়কাণ্ড কোনওকিছুতেই স্বস্তি নেই।
কারণ বিচার পেতে আরও অনেকটা পথচলা বাকি। সেই সপ্তচেতনাকে সঙ্গে নিয়েই আজ রাতেও পথে-পান্তরে মিছিল-স্লোগানে গমগম করছে তিলোত্তমা। কলকাতার এই মানবিক রূপে মুগ্ধ পরিচালক প্রতীম ডি গুপ্তা! গোটা দেশ যেখানে স্পিরিট অফ মুম্বইয়ের কথা বলে, সেই স্পিরিট আজ ফিকে শহর কলকাতার সামনে। প্রতীম এক্স হ্যান্ডেলে লেখেন, 'স্পিরিট অফ মুম্বাই শুনে শুনে কান পচে গেল। কিছু ঘটলেই নাকি সবাই খুব সহজে কাজে ফিরে যায়।একটা শহরের ট্রু স্পিরিট কিন্তু হল একটি মেয়ের বিচারের জন্য ২৫ দিন পরেও সহস্র হাজার মানুষ দি🌱নের পর দিন রাতের পর রাত ঝড়ে জলে বৃষ্টিতে রাস্তღায় প্রতিবাদ করে চলেছে। তোমাকে অভিবাদন, তিলোত্তমা।'
আর জি কর কাণ্ডে দল, রং নির্বিশেষে প্রতিবাদে পথে নেমেছে ট𒉰লিউড। অবশ্য টলিউডের ভি♈ড়ে কাঞ্চন মল্লিক, লাভলি মিত্ররাও রয়েছে। শাসলদলের যে সদস্যরা বেফাঁস মন্তব্য করে জনরোষে পড়েছেন। কিন্তু সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন স্বস্তিকা, শ্রীলেখা, সুদীপ্তারা।
কাঞ্চনের বিꦅতর্কিত মন্তব্যের জেরে এক কথায় সরকারি পুরস্কার ফেরানোর ঘোষণা করে🐓ছেন চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীরা।
এদিন এক্স হ্যান্ডেলে প্রতীম যে ছবিটি শেয়ার করেন, তা শꦏ্যামবাজারের পাঁচমাথার মোড়ে বামেদের বিক্ষোভের। সেই নিয়ে আপত্তি তোলেন এক নেটিজেন। জানান, ‘এটা তো বামেদের বিক্ষোভের ছবি। তারা তো রাজ্যের শাসক দলের ব𒁏িরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, এখানে আবার জণগণের স্পিরিট কোথায়’।
কিন্তু এই তো একটা ছবি মাত্র। এদিন🌟 দিনভর চেকার্স লেনে যে মানবতার ছবি ধরা পড়েছে তা উপেক্ষা করা সম্ভব? মোটেই না। আপতত সবার চোখ ৫ তারিখ সুপ্রিম শুনানির দিকে। ওইদিন সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। কতদূর এগোলে সিবিౠআইয়ের তদন্ত প্রক্রিয়া, জানতে চাইবে দেশের সর্বোচ্চ আদালত। আপাতত নজর সেইদিকে।