বেশকিছুদিন আগে 'বলিউডের রাজনীতি' নিয়ে কথা বলে চর্চ🅷ায় উঠে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়ঙ্কার মুখ খোলায় যেন বোমা ফেটেছিল। প্রিয়াঙ্কা বলেছিলেন, মুম্বইয়ে থাকার সময় কিছু লোকজনের সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত হয়ে যায়। আর সেকারণেই তিনি নাকি দেশ ছেড়েছিলেন। তবে 'বলিউডের রাজনীতি' নিয়ে মুখ খোলা প্রিয়াঙ্কার পক্ষে কতটা কঠিন ছিল? সম্প্রতি তা নিয়ে পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে খোলসা করেছেন পিগি চপস।
প্রিয়াঙ্কা পিঙ্কভিলাকে বলেন, ‘আমি একটি পডকাস্টে কথা বলেছে, তখন আমি আমার পুরো জীবন নিয়েই কথা বলেছি। এখন আমার জীবনের কঠিন সময় সম্পর্কে কথা বলা আমার পক্ষে সহজ। কারণ আমি এগুলি থেকে অনেক দূরে রয়েছি। জীবনের পথে অনেকটা এগিয়ে গিয়েছি।’ প্রিয়াঙ্কার কথায়, ‘বিশেষত গত ৫ বছরে আমি সত্যিই একটা ভালো জায়গায় ছিলাম। আমি যে ধরনের কাজ করতে চেয়েছি তা করতে পেরেছি। এই বিষয়গুলো আর আম🧔ার মাথার মধ্যে আর জটিলতা তৈরি করে না।’
আরও পডুন-'ভা♊ই'-এর কাছেই প্রতারিত! রণিত রায়ের পোস্টে উদ্বিগ্ন স্মৃতি ইরানি, কী ঘটেছে?
প্রিয়াঙ্কা বলেন, ‘আপনি যখন জানবেন আপনি যোগ্য লোকজন তার মর্যাদা দেয় না। আপনি যা অর্জন করতে চাইবেন, তা পাবেন না। যখন ❀ব্যর্থ হবেন, সেই ব্যর্থতার পরেই নিজের মূল্য খুঁজতে শুরু করবেন। এগুলো আমার বাবা-মা আমায় শিখিয়েছেন। আপনি যদি ব্যর্থ হন, পৃথিবী আরও বেশি করে আপনাকে লাথি মারবে। কারণ, এটাই মানুষের স্বভাব, যে নিচে তাঁকেই লাথি মারে সকলে। আর তখনই আপনি নিজের মূল্য খুঁজে পাবেন।’
দেশি গার্ল বলেন, ‘আমি যখন খুব ছোট ছিলাম তখনই এই শিক্ষাগুলো আমার বাবা-মা আমাকে দিয়েছিলেন। যখন আপনি নীচে থাকেন, আপনাকে সেখান থেকেই নিজেকে তুলে ধওরতে হবে। কষ্ট হবে, কিন্তু উঠে দাঁড়াতে হবে। কারণ, ঈশ্বর আমাদের জীবন নামক এই আশ্চর্যজনক জিনিস দিয়েছেন আর এটিকে নষ্ট করা যায় না। সবকিছু মেনে নেওয়া যায় না, দুঃখের মধ্যে কাটানো যায় না। আমি হলাম, সেই ব্যক্তি যিনি এগুলো কখনওই করেন না।’