সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে একসময় কোণঠাসা হয়ে পড়া নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া꧂। পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেক বিষয়েই বিস্ফোরক মন্তব্য করেন প্রিয়াঙ্কা। এবার প্রিয়াঙ্কার বলা কথা নিয়ে মুখ খুললেন পরিচালক ওনির। তাঁর দাবি, 𒁏প্রিয়াঙ্কা যা বলেছেন, তা নতুন নয়, এই বিষয়টা কমবেশি সকলেই জানেন।
প্রিয়াঙ্কার সাম্প্রতিক বিবৃতি নিয়ে সোমবার বেশকয়েকটি টুইট করেন পরিচালক ওনির। লেখেন, ‘প্রিয়াঙ্কা যা বলেছেন তা নতুন কী! বিষয়টা সকলেই জানেন। তবে এধরনের বিষয় সামনে এলে মানুষজন নতুন করে আবারও সেই বিষয়ে ফিরে যায়। সংবাদমাধ্যমও কিন্তু স্টারকিড-দের নিয়েই কথা বলে, নবাগত, বহিরাগত♓দের নিয়ে নয়। তাঁরাও সেই লোকজগুলির দ্বারাই পরিচালিত হয়, যাঁরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই দেওয়াল তুলেছে। বাকিরা বাইরে থেকে এসে এই দেওয়াল ভাঙার চেষ্টা চালিয়ে যান।’
আরও পড়ুন-‘ইন্দুবালা’র গান ꦆপ্রথমে পᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্রযোজকদের পছন্দ হয়নি, বলেই দিয়েছিল চলবে না: অমিত
প্রসঙ্গত, কিছুদিন আগে পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় প্রিয়াঙ্কা বলেছিলেন। বলিউডে একসময় কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। কিছু লোক তাঁর বিরুদ্ধে দল পাকিয়েছিল। প্রিয়াঙ্কার কথায়, ‘আমি যা আগে কখনও বলিনি, তা আজ বল𝔉ছি…’। প্রিয়াঙ্কার বলেন, ‘একসময় বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাকে একঘরে করে দেওয়া হয়েছিল। ছবিতে আমায় কাস্ট করা বন্ধ করে দেওয়া হয়। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতির সঙ্গে লড়তে লড়তে। ইন্ডাস্ট্রির কিছু লোকজ💖নের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল। মনে হয়েছিল আর পেরে উঠছি না। ভাবছিলাম একটা বিরতি ভীষণ দরকার।’ প্রিয়াঙ্কা বলেন, ‘মিউজিক আমায় সেসময় অন্য একটি দুনিয়ার অংশ হওয়ার সুযোগ করে দেয়। আমার ম্যানেজারের পরামর্শে আন্তর্জাতিক মিউজিক ভিডিয়োতে আমি কাজ করেছিলাম। ’
সম্প্রতি দেশে আসার পর প্রিয়াঙ্কাকে ফের তাঁর সাম্প্রতিক বিবৃতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি আজ যে জায়গায় আছি সেখানে দাঁড়িয়ে এখন এই কথাগুলি বলা যায় যে তখন আমার সঙ্গে ঠিক কী ঘটেছিল। যদিও তখন যা ঘটেছিল আমি সেটাকে ভুলে গেছি, ক্ষমা করে দিয়েছি। জীবনের পথে অনেকটা এগিয়ে এসেছি আমি। এখন আমার জীবনে শান্তি আছে। আর তাই আজ গোটা বিষয়টা নিয়ে এভাবে, খোলামেলা ভাবে কথা বলতে পারছ🧜ি।'
(এই খবরটি আপনি পড়🌱তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/🐬277p/p7me4aup)