পুজোর ছবি নিয়ে বাঙালি সিনেমাপ্রেমী দর্শকদের একটা আলাদা আবেগ থাকে। পুজোর ৫ দিন ঠাকুর দেখা, পেটপুজোর মাঝে সিনেমাহলেও ভিড় জমান দর্শক। বিশেষ করে যাঁরা ভিড় ঠেলে ঠাকুর দেখতে পছন্দ করেন না, তাঁরা সিনেমাহলেই ভিড় জমান। ๊আর ২০২৩-এর দুর্গাপুজোতে মুক্তি পেয়েছে একাধিক বাংলা ছবি। দর্শক কাকে ছেড়ে কাকে বাছবে, ঠিক করাই দায়! দেব-প্রসেনজিৎ, যিশু, আবির, মিমি, কোয়েলরা এবার মুখোমুখি পুজোর ছবির লড়াইয়ে।
ইতিমধ্যেই 'বাঘাযতীন', ‘দশম অবতার’, ‘রক্তবীজ’, ‘মিতিন মাসি’ ছবিগুলি জুড়ে দর্শক ও ফিল্ম সমালোচকদের নানান প্রতিক্রিয়া উঠে এসেছে। কারোর পছন্দ 'বাঘাযতীন', কারোর আবার 'দশম অবতার', কেউ বলছেন 'রক্তবীজ', ‘মিতিন মাসি’র কথা। এরই মাঝে বিস্ফোরক অভিযোগ করলেন প্রযোজক, অভিনেতা দেব। তাঁর অভিযোগ, ছবি কেমন হয়েছে, সেকথা জানাতে গিয়ে কিছুღ লোকজন ইচ্𝄹ছাকৃতভাবে বাঘাযতীনকে কম রেটিং দিচ্ছেন।
আর൩ও পড়ুন-অঞ্জলি দেওয়ার আগে দুর্গাপুজো মণꦯ্ডপ থেকে পড়ে গেলেন কাজল, অল্পের জন্য…
হ্য়াঁ, এমনই অভিযোগ করছেন প্রযোজক, তথা পর্দার 'বাঘা যতীন' দেব। তাঁর কথায়, ‘কিছু লোক আছেন যাঁরা তাঁদের ব্যক্তিগত/লুকানো এজেন্ডাগুলির জন্য অনলাইনে #বাঘাযতীনের জন্য কম এবং জাল🍸 রেটিং দিচ্ছেন..।’ দেবের প্রশ্ন, ‘কিন্তু আপনি কি মনে করেন না যে ন্যায্য খেলার এবং সত্যিকারের সিনেমাকে সমর্থন করার জন্য এগিয়ে আসার সময় এসেছে? আসুন পরিবর্তন আনতে সাহায্য করার জন্য পরিবর্তনের জন্য বাস্তব হই..’। ‘বাঘাযতীন’কে ইচ্ছাকৃতভাবে কম রেটিং দেওয়ার অভিযোগ করে প্রথমে টুইট করেছিলেন মৈনাক ভট্টাচার্য নামে দেবের এক অনুরাগী। তাঁরই টুইট রি-টুইট করে একই অভিযোগ এনেছেন দেব।