বা♚ংলা নয়, এবার হিন্দি। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের ‘জুবিলি’র হাত ধরে OTT-র পর্দায় পা রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে এই ওয়েব সিরিজ এবং সেখানে শ্রীকান্ত রায়ের ভূমিকায় প্রসেনজিতের অভিনয়। ‘জুবিলি’র গল্পে উঠে এসেছে 'রয় টকিজ'-এর প্রতিষ্ঠাতা শ্রীকান্ত রায় ও তাঁর স্ত্রী সুমিত্রা কুমারীর গল্প, সঙ্গে অতি সাধারণ বিনোদ দাসের তারকা ‘মদন কুমার’ হয়ে ওঠার গল্প। যা কিনা আদপে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম 'পাওয়ার কাপল' হিমাংশু রায় ও দেবিকা রানির গল্প বলেই মনে করা হচ্ছে। আর ওয়েব সিরিজের মদন কুমার আসলে সেসময়ের জনপ্রিয় অভিনেতা অশোক কুমার, এমনটাই মনে করছেন দর্শকরা।
ইতিমধ্যেই এই ওয়েব সিরিজটির জন্য শুভেচ্ছা বার্তায় ভরে যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফোন। কিন্তু এই সাফল্য, দর্শকদের প্রশংসা পেয়ে ঠিক কী অনুভূতি হচ্ছে টলিপাড়ার 'বুম্বাদা'র। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি এত প্রশংসা পেয়ে আপ্লুত। তাঁর হাতে ইতিমধ্যেই বাংলা ও হিন্দি দুই ভাষাতেই একাধিক ওয়েব সিরিজের প্রস্তাব আসতে শুরু করেছে। তꦜাঁর কথায়, ‘সৃজিতের অটোগ্রাফ দিয়ে মাল্টিপ্লেক্সে ঢুকেছিলাম। সেটি সেবছর ভীষণ 🅷হিট হয়েছিল। আর এবার জুবিলি দিয়ে ওটিটি-র যাত্রা শুরু করলাম। এটাকে মায়ের আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কী-ই বা বলব।’
আরও পড়ুন-ভারতীয় সিন⛎েমার স্বর্ণযুগের গল্প বলে ‘জুবিলি’, ছাপোষা বিনোদ হন তারকা ‘ম🌺দন কুমার’