তিনি টলিউডের ‘ইন্ডাস্ট্রি’। অভিনয় তাঁর রক্তে। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের দেখান🌳ো পথে হেঁটেই অভিনয় জগতকেই নিজের নেশা ও পেশা হিসাবে বেছে নিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপর দেখতে দেখতে প্রায় ৪০ বছর পার করে ফেলেছেন বুম্বাদা। আজও টলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর রাজপাট অক্ষুন্ন। এবার কি বাবার পথে হেঁটে ইন্ডাস্ট্রিতে পা দেবে প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ? টলিউডে এই নিয়ে বেশ কয়েকমাস ধরেই কানাঘুষো দানা বেঁধেছে।
সপ্তাহ দু'য়েক আগেই ছেলের কলেজের নাটকের পোস্টার শেয়ার করে নিয়েছিলেন প্রসেনজিৎ। মঞ্চে অভিনয় করা নিয়ে ছেলেকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন তারকা। এবার সরাসরি মুখ খুললেন ছেলের রুপোলি সফর শুরুর ব্যাপারে। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ছেলের বড় পর্দায় অভিষেক নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। অন্তত বছর দুয়েক পর চিন্তাভাবনা করবেন। চলতি বছরেই সবে ১৮-য় পা দিয়েছে মিশুক (তৃষাণজিৎ-এর ডাকনাম)। এখনই ছেলের অনস্ক্রিন ডেবিউ নিয়ে মাথা ঘামাতে চান না প্রসেনজিৎ তবে জানিয়ে রাখলেন, ‘ওর মধ্যে একটা আভাস তো পাচ্ছি। ছেলেকে পরিষ্কার বলে রেখেছি তোমাকে সবরকম সাপোর্ট দেব। এ দেশের সিনেমা ﷺজগতের যে কোনও লোক আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তার পুಞরো সুবিধা আমার ছেলের জন্য নেব। তোমাকে সেরা ট্রেনিং দেব কিন্তু একটা কাজ আমি করব না’।
কোন কাজে আগ্রহী নন তারকা? প্রসেনজিৎ জানান, টাকღা দিয়ে ছেলেকে লঞ্চ করবেন না তিনি। মিশুককে নিজেকে প্রমাণ করতে হবে। টলিপাড়ার এই স্টারকিডকে সম্প্রতি নিজের কলেজে ‘লর্ড অফ দ্য ফ্লাইস’ (Lord of the flies)-নামক নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা দেখে। এই মুহূর্তে তামিলনাড়ুর কোদাইকানাল ইন্টারন্যাশন্যাল স্কুলে পড়াশোনা করছে তৃষাণজিৎ। অভিনয়ের চেয়ে ফুটবলই তাঁকে বেশি টানে। কিন্তু ধীরে ধীরে অভিনয়ের দিকে ঝোঁক বাড়ছে তৃষাণজিতের।
অর্পিতা-প্রসেনজিৎ পুত্রের বেশকিছু রিল ভিডিয়ো দেখে নেটিজেনরা আগেই বল꧂েছജেন, ‘শীঘ্রই তোমায় টলিউডে দেখতে চাই’। সেইদিন দূর নয়, তার প্রমাণ মিলল বুম্বাদার মন্তব্যে।
সুপারস্টার বাবা নয়, শাহরুখ খানের অভিনয়ের অন্ধ ভক্ত মিশুক। গত ডিসেম্বরে কলকাতা চলচ্চিত্র উৎসবের ফাঁকে শাহরুখ ‘আঙ্কেল’-এর সঙ্গে দেখা করার সুযোগ এসেছিল মিশুকের কাছে। সেই ছবি পোস্ট করে ফেসবুকে মিশুক সাফ লিখেছিল, ‘আম𒉰ার অনুপ্রেরণা, আমার প্রেরণা, রোল মডেল… গ্লোবাল স্টার… একমাত্র শাহরুখ খান’। মঞ্চাভিনয়ের মাধ্য়মে অভিনয়ে হাতেখড়ি সুম্পন্ন, মিশুকের টলিউডে আত্মপ্রকাশ করা এখন𒁃 শুধু সময়ের অপেক্ষা।