‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান তুলে শুরু হয়েছিল আন্দোলন।🍨 আরজি কর থেকে জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্য তথা দেশের মানুষদের মধ্যে, এমনকি বিদেশের মাটিতেও। স্বাস্থ্যভবন থেকে অবস্থান বিক্ষোভ উঠলেও জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু এখনও চলছে। আর এই আন্দোলন যে এখনই বন্ধ হবে না, তা এরাজ্যের জুনিয়র ডাক্তারদের তরফে সম্প্রতি বিবৃতি দিয়ে স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, 'বিচার না পাওয়া অবধি আমাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে তীব্রতর হবে।'
তবে আন্দোলন তো চলছে, কিন্তু তাহ💯লে পড়াশোনা? আর তাই আরজি করের ধর্না মঞ্চেই শুরু হয়েছে পড়াশোনা। আর সেই ജছবি পোস্ট করেছেন আন্দোলনের অন্যতম মুখ, চিকিৎসক, অভিনেতা কিঞ্জল নন্দা। RG করের ধর্না মঞ্চে ছাত্রছাত্রীদের ক্লাস করার ছবি পোস্ট করে কিঞ্জল লিখেছেন, ‘ধর্না মঞ্চেই শুরু হয়েছে আমাদের class,ug students দের। ওরা জানাল দাদা,আমরা পড়াশোনাও করব,আন্দোলন ও করব। ওরাই তো আগামীর ডাক্তার।’ এই ক্যাপশানের সঙ্গে দুটি ভালোবাসা ইমোজিও জুড়ে দিয়েছেন কিঞ্জল নন্দা।
কিঞ্জলের এই পোস্ট লাইক করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সহ ৩.২ কে মানুষ। পোস্ট ঘিরে কমেন্টের বন্যা বয়েছে। একজন লিখেছেন,'আমরা তোমাদের সব সিদ্ধান্তের পাশে আছি। তোমরা পারবে.....তোমরাই পারবে নতুন দিন আনতে। আমরা আছি আন্দোলনে....থাকবো'। কেউ লিখেছেন, ‘শুধু আন্দোলন নয়, নিজেদের পরবর্তী প্রজন্মকে এই মহান কাজের উত্তরসূরীদের তৈরী করাও আন্দোলনের অন্যতম অঙ্গ। আপনাদের এই মহান ব্রতকে কুর্নিশ।’ কারোর মন্তব্য, ‘এই আন্দোলনে এত উজ্জ্বল মুখ, এত বুদ্ধিদীপ্ত, এত স্নেহকাতর, এত আত্মমর্যাদায় ভরপুর, তার সঙ্গে এত রসিক জন দেখছি রে! আমি আমার কৈশোর, যৌবন হাতড়ে হাতড়ে এমন মুখ তেমন দেখিনি। বড্ড ভাল রে তোরা! বড্ড ভাল। আমাদের অনেকের একটাই কথা--- আমাদের ছেলেমেয়েরা যেন তোদের মতো হয়!’ কারোর কথায়, ‘মেরুদন্ড গুলো ওদের মতো আরো মানুষের ও হলে আজ আলো ফুটবে আশার’। কেউ আবার বলেছেন, ‘সবাই পাশে থাকবে কিন্তু সামনে থেকে আপনাদের লড়তে হবে। পরিবর্তন য🎃খন করতে নেমেছেন তখন সাধারণ মানুষের উচিত আপনাদের পাশে দাঁড়ানো। আমাদের এটাই আশা যে খুব তাড়াতাড়ি একটা দুর্নীতিমুক্ত রাজ্য আমরা দেখতে পাবো’। এছাড়াও আরও অসংখ্য কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
এই মুহূর্তে জুনিয়ার ডাক্তারদের এই আন্দোলনের হাত ধরে সাধারাণ মানুষের কাছে রিয়েল লাইফ তারকা হয়ে উঠেছেন কিঞ্জল নন্দা অনিকেত মাহাতো,⭕ দেবাশিস হালদার, রুমেলিকা কুমাররা। যদিও এই তাঁরা নিজেদেরকে এই আন্দোলনের মুখ মানতে নারাজ। সম্প্রতি তাই কিঞ্জল নিজের ফেসবুকে সকলের কাছে অনুরোধ রাখলেন, ‘এই আন্দোলনটা সবার। প্রত্যেকের। তাই ব্যক্তিবিশেষকে হাইলাইট করে আন্দোলনের স্পিরিটকে আটকে দেবেন নাཧ। প্রত্যেক মানুষ এই আন্দোলনের মুখ।' এরপর নেটিজেনরাও কিঞ্জলের সুরে সুর মেলালেন।