ꦆ আজ আরও একটা বৃহস্পতিবার। আর তাই….হ্য়াঁ🍌, ঠিকই তো বুঝেছেন। আজ TRP-আসার দিন। এসেও গিয়েছে। সিরিয়ালের TRP, মানে ফিকশন TRP -র খবর আমরা আগেই দিয়েছি। এবার জেনে নেওয়া যায় নন ফিকশন টিআরপি (Non Fiction)-র খবর।
১৮ এপ্রিল, বৃহস্পতিবারের রিপোর্ট বলছে এবারও নন-ফিকশনে প্রথম স্থানে থাকল রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নম্বর ১। তবে হ্যাঁ, লোকসভা ভোট ও IPL-এর আবহে এক ঝটকায় নিম্মমুখী বাংলা সিরিয়াল থেকে রিয়ালিটি শো-সবকিছুর রেটিং। ফিকশন শো-এর মতোই খারাপ হাল নন-ফিকশনেরও। তারও নম্বর বেশ খানিকটা কমেছে। চলতি সপ্তাহে দিদি নম্বর ১-এর সানডে ধ𓂃ামাকা এপিসোডের নম্বর ৫.২। অর্থাৎ গত সপ্তাহে থেকে ২ পয়েন্ট হলেও এটা বেড়েছে। এক্ষেত্রে জলসা সানডে ফিকশন পয়েছে ৫.১ নম্বর। অন্যদিকে সোম থেকে শনি বিকাল ৫.৩০টার স্লটে রচনার ঝুলিতে এসেছে ২.৩ নম্বর। এটা আবার গত সপ্তাহের তুলনাম কমেছে। গত সপ্তাহে ছিল ২.৪।
আরও পড়ুন-বারাণসী🌳র নমো ঘাট থেকে মোদী বিরোধী ভোট প্রচার! সত্যিই কি এটা রণবীর সিং?
তবে এই সপ্তাহেও একইভাবে দাদাকে টপকে এগিয়ে গিয়েছেন রচনা। এবারে মাত্র ৪.২ নম্বরেই আটকে গিয়েছেন ‘দাদা’ সৌরভ। গত সপ্🔯তাহের থেকেও চলতি সপ্তাহে দাদাগিরি-র নম্বর কম। গত সপ্তাহে 'দাদাগিরি'র প্রাপ্ত নম্বর ছিল ৪.৫। যদিও প্রত্যেক বারের মত এবারও জলসার ফিকশন শো-কে💙 হারাতে সফল হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শো। 'দাদাগিরি' .১ নম্বরে পিছিয়ে রয়েছে সৌরভের শো। এদিকে আবার ঘরে ঘরে জি বাংলা-র প্রাপ্ত নম্বর ১.১।
নন ফিকশন
ঘরে ঘরে জি বাংলা ১.১
দিদি No.1- সিজন ৯- ২.৩
দিদি No.1 সিজন ৯ (রবিবার স্পেশাল) ৫🧜.২/ জলসা সান♓ডে ফিকশন ৫.১
দাদাগিরি ৪.২/ জলসা সানডে ফিকশন ৪.২
এদিকে খুব শীঘ্রই জি বাংলায় শুরু হতে চলেছ সারেগামাপা (SaReGaMaPa)। এই গানের রিয়ালিটি শো-এর অডিশন চলছে পুরোদমে। সঞ্চালকের ভূমিকায় এবারও থাকছেন আবির🌄 চট্টোপাধ্যায়। তবে বিচারকদের আসনে কারা থাকবেন তা স্পষ্ট নয়। দ🅺াদাগিরির ১০ নম্বর সিজন শেষ হওয়ার পরই শুরু হবে এই শো, তেমনই ইঙ্গিত রয়েছে। অন্যদিকে আপতত ফিকশন শো-তেই ভরসা রাখছে স্টার জলসা। সেখানে নন-ফিকশন শো চালু করার কোনও পরিকল্পনার কথা শোনা যায়নি।