রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ। তিনি কখনই তাঁর মনের ভাব সকলের সামনে তুলে ধরতে পিছিয়ে আসেননি, বা কুণ্ঠা বোধ করেননি। এবারেও তার অন্যথা হল না। বরং এবার তিনি খোলাখুলি ভাবে বাঙালি🏅 দর্শকদের কটাক্ষ করলেন। কিন্তু কেন?
বাঙালি দর্শকদের সমালোচনা করলেন রাহুল
চলতি মাসেই মুক্তি পেয়েছে বাদামি হায়নার কবলে। দেবালয় ভট্টাচার্যের এই ছবিটি মুক্তি পাওয়ার পর ভীষণই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়🍷েছে। কেউ কেউ যেমন ছবিটির প্রশংসা করেছেন, তেমনই কেউ কেউ আবার সমাল🌺োচনাও করেছেন। অনেকেরই ভালো লাগেনি পাল্প ফিকশনের গল্প ভিত্তি করে বানানো এই ছবি। আর যাঁদের এই ছবি ভালো লাগেনি তাঁদেরই রাহুল তাঁর একটি পোস্টে সমালোচনা করলেন।
আরও পড়ুন: আয়ুষ্মানের কণ꧋্ঠে পাকিস্তানের স্তুতি! পুরনো ভিডিয়ো ভাইরাল হতেই রোষের মুখে 'ভিকি ডোনর'
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এদিন সোশ্যাল মিডিয়ায় বাদামি হায়নার কবলে ছবিটির একটি পোস্টার শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, 'দীপক মুখোপাধ্যায় যখন রাস্তায় নামে ,বৃষ্টি হয়। ছবিটা দেখেছি এক হপ্তা হয়ে গেল, রেশ যেন কাটতেই চাইছে না। দেখুন আমি যখন লাইব্রেরিতে যাচ্ছি, স্বপনকুমার পাস্ট, পান্ডব গোয়েন্দা প্রেজেন্ট। তাই 💙কিছু চুটকি ছাড়া অবলম্বন ছিল না, ভাগ্যিস, এ এক আশ্চর্য প্রেমকাহিনী। আবির, শ্রুতি, প্রতীক অসভ্যের মতো। পরানদা আর কত বিস্মিত করবেন তাই ভাবি।'
এরপর তিনি দর্শকদের সমালোচনা করে লেখেন, 'এই থ্রিলারে ধরা পড়ল কে? দর্শক। আমার আত্মীয়দে𝓡র একদম এই ছবি ভালো লাগেনি। আর আমি ঠা ঠা করে হেসেছি। কোটি কোটি বাঙালিকে রেখেছো পপকর🌌্ন করে, দর্শক করনি।'
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'কি সুন্দর করে লিখেছো। তোমার চোখ দিয়ে এই ছবির এত সুন্দর মুল্যায়ন পড়ে ম🉐ুগ্ধ হলাম।' কেউ আবার ♒লেখেন, 'হ্যাঁ, একেবারেই ঠিক বলেছেন।'
বাদামি হায়নার কবলে প্রসঙ্গে
গত ১২ জানুয়ারি মুক্তি পেয়েছে বাদামি হায়নার কবলে ছবিটি। এই ছবিটি শ্রীস্বপনকুমারের তৈরি করে যাওয়া পাল্প ফিকশন গল্প এবং চরিত্র দীপক চ্যাটার্জিকে নিয়ে বানা𒐪নো। ছবিতে লেখকের ভূমিকায় অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দীপক চ্যাটার্জি হয়েছেন আবির চট্টোপাধ্যায়। সঙ্গে আছেন প্রতীক দত্ত, শ্রুতি দাস প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। এটি হইচই এর প্রথম ছবি।