ফতেমা ভেবেছিল পড়াশোনা করে সরকারি চাকরি করবে, বাবার সমস্ত কষ্ট দূর করবে। তবে ভাবাই বৃথা। হঠাৎই প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার পর ফতেমার বাবার রিকশা চালানো বন্ধ হয়ে যায়। পড়াশোনাও বন্ধ হয় ফতেমার। তারপর একদিন ܫফতেমার বাবা চলেও গেলেন। আর মা তো সেই ছোটতেই…। অসহায় ফতেমার পাশে দাঁড়ান পুরোহিত সাধন ঠাকুর। তাঁর বাড়িতেই আশ্রয় পেল সে। পুরোহিতকেই দাদা পাতাল ফতেমা, সাধন🌱 ঠাকুরকে ভাইফোঁটাও দিল সে। আর তাতেই অশান্তির আগুনে জ্বলে উঠল গোটা গ্রাম।
এমনই এক গল্প নিয়ে সামনে এল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ছবি 'ফতেমা'র ট্রেলার। তাতে দেখা গেল, কেন মুসলিম মেয়ে ফতেমাকে হিন্দু প♏ুরোহিত হয়ে আশ্রয় দিয়েছেন সাধন ঠাকুর? এত স্পর্ধা! শুরু হল ধর্মীয় টানাটানি, কট্টরপন্থীদের নোংরামি। ধর্ম কি সত্য়িই মানুষের মধ্যে ভেদাভেদের কথা বলে? তবে সকলেই মন্দ নন, মুসলিম মৌলবী বললেন, 'ইসলামী শরিয়ত শান্তির কথা বলে…'। সাধন ঠাকুরও বিবেকানন্দের কথা টেনে বললেন, ‘জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর।’ তবে কে কার কথা শোনে, মন্দ লোককে বোঝানো বড়ই দায়! কারণ তাঁরা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না।
আরও পড়ুন-‘ওই মানুষটিকে একা ছেড়ে দিন’, অনুপম খেরের রবি ঠাকুর সাজায় আপত্তি স্বস্তিক🎉ার!
আ꧟রও প🌜ড়ুন-‘সৃজিতকে নিয়ে হেডলাইন নয়, আমার কাজ নিয়ে আলোচনা হোক’, বলছেন 'মায়া' মিথিলা
আরও পড়ুন-হিন্দু পুরোহিতের মুসলিম বোন, গল্পটা কেমন? 'দ্য 😼কেরালা স্টোরি' নিয়েও মুখ খুললেন রাহুল
নবাগত পরিচালক আতিউল ইসলামের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। এখানে কেন্দ্রীয় সাধন ঠাকুরের ভূমিকায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর ফতেমার ভূমিকায় নবাগতা মুন অভিনয় করেছেন। ছবিতে এছাড়া রয়েছেন লাবণী সর💜কার, রাজু মজুমদার, সান্তনা বসু, বরুণ চক্রবর্তী, অনিন্দিতা সোম, মনোজিৎ বোরাল সহ আরও অনেকে। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবি।
এর আগে 'ফতেমা' প্রসঙ্গে রাহুল হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন, ‘ছবিটা ভীষণই প্রাসঙ্গিক। আজকাল যেভাবে মানুষের 🧸মনে ভেদাভেদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গল্প ভীষণ ভাবেই প্রাসঙ্গিক। এধরনের ছবি এখন আরও বেশি করে হওয়া উচিত বলে মনে হয়। আর গল𓃲্পটা আমার পছন্দ ছিল বলেই আমি ছবিটা করতে রাজি হয়ে যাই।’