আচমকাই আলোচনার কেন্দ্রে সুচিত্রা সেনের বড় নাতনি রাইমা সেন। ‘ভ্যাকসিন ওয়ার’-এর পর মুনমুন কন্যার নতুন ছবি ঘিরেও তুলকালাম নেটপাড়ায়। সুচিত্রা সেনের যোগ্য উত্তরসূরী রাইমা, নিজের অভিনয় দক্ষতা দিয়ে সে কথা বহুবার প্রমাণ করে দেখিয়েছেন। তবুও সোশ্যাল মিডয়ায় ব্যক্তিগত আক্রমণের হাত থেকে রেহাই পান নဣা অভিনেত্রী।
দিন কয়েক আগেই সামনে এসেছে রাইমার নতুন ছবি ‘মা কালী’র ট্রেলার-পোস্টার। তারপর থেকেই ভয়ঙ্কর সমস্যায় রাইমা। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ট্রোলের শিকার হওয়ার পাশাপাশি রীতিমতো হুমকি ফোন আসছে অভিনেত্রীর🍬 কাছে। বাড়ির ল্যান্ডলাইন নম্বরে ফোন করে আগন্তুকরা গালিগালাজ করছেন রাইমাকে। তটস্থ তাঁর পরিবার।
কিন্তু কেন মিলছে হুমকি ফোন? ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’-এর প্রেক্ষাপটে তৈরি হয়েছে রাইমার নতুন ছবি। সেই নিয়ে যত্ত সমস্যা। বিজয় এলাকান্তির পরিচালনায় তৈর এই ছবিকে ‘প্রোপাগান্ডা’ ছবি বলে দাগিয়ে দ♑িয়েছে নেটপাড়ার একাংশ। পাশাপাশি মা কালীর পাশে হিজাবে ক্ষতবিক্ষত মুসলিম নারীর ছবি দেখে অনেকেই তুলেছেন ধর্মীয় ভাবাগেবে আঘাতের অভিযোগ।
এর জেরেই নাকি অভিনেত্রীর কলকাতার বাড়ির ল্যান্ডলাইন ফোনে আসছে উড়ো ফোন। আপতত মুম্বইতে রয়েছেন রাইমা। তবে ঘটনায় রীতিমতো ভয়ে আছেন তিনি। আনন🅷্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, ‘রকমও যে হতে পারে আমার কোনও ধারণাই ছিল না। হিন্দি ও বাংলা ভাষায় রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে।’ তাঁকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, তা মুখে আনার অযোগ্য বলে জানান তিনি। এমনটাও বলা হয়েছে, ‘সুচিত্রা সেনের নাতনি হয়ে রাজি হলেন কীꦓ করে?’ রাইমা বাইরে, তবে তাঁর বয়স্কা বাবা-মা কলকাতায়, তাঁদের নিয়েই চিন্তা অভিনেত্রীর। যদিও মেয়ের পাশে দাঁড়িয়ে গোটা বিষয়টাকে পাত্তা না দেওয়ার কথা জানিয়েছেন রাইমার বাবা।