একদিকে যখন আরজি কর কাণꦏ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা, দেশ, তখনই আরেকদিকে অভিযোগ উঠেছে যে টলিউডে কাজ করতে গিয়ে বিভিন্ন অভিনেতꦑ্রী, মহিলা কলাকুশলীরা পরিচালক, অভিনেতা, প্রযোজকদের হাতে যৌন নিগ্রহের শিকার হয়েছেন। একাধিক অভিনেত্রী সরব হয়েছেন এমন ঘটনা যাতে আর না ঘটে এবং যা যা ঘটেছে সেগুলোতে যাঁরা অভিযুক্ত তাঁদের শাস্তি দেওয়ার দাবিতে। এমন অবস্থায় গোটা বিষয়টা নিয়ে কী বললেন রাইমা?
টলিউডে যৌন নিগ্রহের ঘটনা নিয়ে কী বললেন রাইমা?
রাইমা এদিন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হিন্দুস্তান টাইমসকে বলেন📖, 'আমি নিশ্চিত এটা সব ইন্ডাস্ট্রিতে হয়। যদিও আমি এমন কিছুর কখনই সম্মুখীন হইনি তাই এই বিষয়ে কিছু মন্তব্য করব না। কিন্তু ঘটে বিষয়টা।'
তিনি এদিন আরও বলেন, 'মহিলাদের নিরাপত্তার জন্য কঠোর আইন আনা জরুরি। তাও এখনই। মি টু মুভমেন্ট তো ভারতে হয়েছে, কিন্তু তারপর কিছু বদলেছে কী? ধর্ষণ আটকানোর একমাত্র উপায় হচ্ছে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া। যৌন নিগ্রহের ঘটনা সর্বত্রই ঘটে। বারবার এই মি টু করে কোনও লাভ নেই।'🎀 অভিনেত্র🦩ীর মতে এটা চক্রাকারে চলতেই থাকে।
পরিশেষে রাইমা সেন এই বিষয়ে বলেন, খালি মহিলারাই মহিলাদের আগলে রাখতে পারেন এই দেশে। যতদিন পুরুষরা আইন বানাবেন মহিলাদের জন্য ততদিন এই দেশে মহিলারা মোটেই নিরাপꦓদ নন। রাইমার কথায়, 'যে কোনো রাজ্য বলুন বা যে কোনও রাজনৈতিক নেতা এটার বদল আনতে পারবে না, মহিলারা ছাড়া। দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে। আর প্রতিটা রাজ্যই অত্যন্ত ন্যক্কারজনক ভাবে কেসগুলো সামলাচ্ছে। আমাদের বুদ্ধিমতি আইন প্রণয়নকারী মহিলা দরকার সরকার এবং বিচার বিভাগ দুই জায়গাতেই।'
প্রসঙ্গত রাইমা সেন টলিউড এবং বলিউড দুটো জায়গাতেই দাপিয়ে কাজ কౠরেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে বস্তার: দ্য নক্সাল স্টোরি ছবিতে দেখা গিয়েছে। মাঝে মধ্যে তিনি অভিনয় ছাড়াও নানা ফটোশ্যুটের ছবি দিয়েই অনুরাগ🥃ীদের তাক লাগিয়ে দেন।