গত মঙ্গলবার, ১৯ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দেন সুচিত্রা সেনের জামাই ভরত দেব ভার্মা। কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যুর পর ইতিমধ্যেই কেটে গিয়েছে ৩, ৩টি দিন। এখনও শোক সামলে উঠতে পারেননি রাইমা। তবুও ব🔯াবার স্মৃতির উদ্দেশ্যে কী লিখলেন অভিনেত্রী?
আরও পড়ুন: ঋত্বিকের ছেলের ভূমিকায় এবার পরমব্রত? সৃজিতের হাত ধ🐻রে বড় পর্দায় আ🀅সছে ব্রাত্য বসুর নাটক!
বাবাকে নিয়ে কী লিখলেন রাইমা?
এদিন রাইমা সেন তাঁর বাবা অল্প বয়সের দুটো ছবি পোস্ট করেন। সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবিও। অভিনেত্রীর পোস্ট করা প্রথম ছবিতে দেখা যাচ্ছে ভারত দেব ভার্মার সাদা কালো একটি ছবি। দূরের দিকে তাকিয়ে আছেন তিনি🍃। আরেকটি ছবিতে তাঁকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখা যা🌠চ্ছে। শেষ ছবিটিতে বাবার কোলে ছোট্ট রাইমাকে দেখা যাচ্ছে।
এই তিনটি ছবি পো♔স্ট করে অভিনেত্রী লেখেন, 'বাবা, এখনও কিছু লিখে উঠতে পারছি না। কথা কম পড়ে যাচ্ছে। তুমি একজন দারুণ ভালো বাবা, স্বামী ছিলে। ততদিন বাবা তুমি যেখানে আছ ভা🃏লো থেকো। এখানে যেমন রাজার মতো বেঁচেছ ওখানেও তেমন ভাবেই থেকো। তোমায় খুব মিস করব। ভালোবাসি তোমায়।'
কে কী বলছেন?
এদিন রাইমা সেনের পোস্টে সুদীপা চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায় সহ অনেকেই মন্তব্য করেছেন। সুদীপা লেখেন, 'তোমার চোখ দুটো একেবারে তোমার বাবার মতো। তোমাকে আসলে তোমার বাবার মতো🐷ই দেখতে। ওঁর আত্মার শান্তি কামনা করি।' বিক্রম চট্টোপাধ্যায় লেখেন, 'সমবেদনা জানাই।' স্বস্তিকা দত্ত, গৌরব চট্টোপাধ্যায় সহ অনেকেই তাঁর এই♑ পোস্টে মন্তব্য করেছেন।
ভরত দেব ভার্মার প্রয়াণ
মঙ্গলবার কলকাতার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভরত দেব ভার্মা। তখন দিল্লিতে ছিলেন রাইমা সেন এবং তাঁর মা মুনমুন সেন। খবর পেয়েই তাঁরা তড়িঘড়ি শহরে ফেরেন। কঠিন সময় তাঁদের পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায𝓰়। দেখাও করেন তাঁদের সঙ্গে। এদিন আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।