সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর কাছে নয়া আর্জি রাজ কুন্দ্রার। আরও একবার পর্নোগ্রাফি মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করলেন তিনি। শꦆিল্পা শেট্টির স্বামীর অভিযোগ, অপরাধ দমন শাখার উচ্চপদস্থ কর্তারা তাঁকে ফাঁসিয়েছেন। জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখার জন্য সিবিআই-কে একটি চিঠিও দিয়েছেন তিনি।
সেই চিঠিতে একাধিক ঊর্ধ্বতন অফিসারের নাম উল্লেখ করে নিজের অভিযোগ জানিয়েছেন রাজ। তাঁর দাবি, তাঁরা প্রত্যেকেই বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। চিঠিতে রাজ লিখেছেন, 'বিগত এক বছর ধরে আমি লোকচক্ষুর আড়ালে রয়েছি। ৬৩ দিন আমাকে আর্থার রোড জেলে কাটাতে হয়েছে। আমি সুবিচার চাই। আমারꦿ বিশ্বাস, আমি তা পাবই। অবিলম্বে এই কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের অনুরোধ জানাচ্ছি।'
এখানেই থেমে যাননি রাজ। গর্জে উঠেছেন টুইটারেও। লিখꦏেছেন, 'কয়🎀েকজন অসৎ কর্মকর্তা পুরো প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট করছেন।'
২০২১ সালের জুলাই মাস। বেআইনি ভাবে পর্ন তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে। প্রায় দু'মাস পুলিশি হাজতে কাটাতে হয়েছিল শিল্পা শেট্টির স্বামীকে। তাঁর সাময়িক ঠিকানা ছিল আর্থার রোড জেল।(আরও পড়ুন:'খুব শীঘ্রই সামনে আসবে...', পর্ন-কাণ্ডে রাজের নতুন দাবি)
জামিনে ছাড়া পেলেও নিজেকে আড়ালেই রেখেছিলেন রাজ। জনসমক্ষে এলেও বিশেষ ধরনের এক মাস্ক দিয়ে তাঁর মুখ থাকে ঢাকা। নেটমাধ্যমেও আর আগের মতো সক্রিয়তা লক্ষ্য করা যায় না। তবে এ বার যাবতীয় বিতর্ক নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি। দিন কয়েক আগেই একটি টুইট করে তিনি লেখেন, 'এক বছর আগে এই দিনে আর্থার রোড জেল থেকে ছাড়া পেয়েছিলাম। সুবিচার পাবই। শুধু সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই সত্যিটা সামনে আসবে। আমার শুভাকাঙ্ক্🔜ষীদের অনেক ধন্যবাদ। আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি ট্রোলারদের। আপনারা আমাকে মানসিক ভাবে শক্ত করে তুলেছেন।'