ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেছেন জনপ্রিয় পরিচꦏালক রাজা চন্দ। ছবির নাম ‘কাটাকুটি'। প্রথমবার ওয়েব সিরিজ পরিচালনায় তিনি। দুই মুখ্য চর𒀰িত্রে অভিনয় করছেন সৌরভ দাস এবং মানসী সেনগুপ্ত। কাটাকুটি-র হাত ধরে ছোট পর্দা থেকে ওয়েব সিরিজে প্রথম পা রেখেছেন অভিনেত্রী মানসী।
ছবির প্রেক্ষাপটে লাজুক আদিত্য আর স্পষ্টভাষী কৌশানিকে নিয়ে। দুজনের বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ের আগে হঠাৎই মর্মান্তিক ভাবে খুন হয় কৌশানি। পরে জানা যায় এটি একটি গণধর্ষণের ঘটনা। সাজানো স্বপ্নগুলি এই রকম নির্মম ভাবে চুরমার হতে দেখে ভেঙে পড়ে আদিত্য। কীভাবে খুন 🍌হল কৌশানি? ঘটনায় পরবর্তীতে উঠে আসে তিনজনের নাম। ঘটনাচক্রে তাদের মধ্যে একজন কৌশানির পরিবারের ঘনিষ্ঠ সদস্য।
হবু স্ত্রীর এমন নির্মমভাবে মৃত্যুতে বদলে যায় আদিত্য। কৌশানির মৃত্যুর বিচার সে তুলে নেয় নিজের হাতে। বেছে নেয় নির্মম প্রতিশোধের পথ। কাহিনির পরতে পরতে রয়েছে রোমহর্ষক চমক। সিরিজে আরও অভিনয় করছেন পিয়ান সরকার, দেবতনু ছাড়াও রয়েছেন অভিজিৎ গুহ, বিপ্লব বন্দোপাধ্যায়, শীর্ষা রক্♐ষিত, জ্যামি বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
ছ'টি পর্বে আসছে এই সম্পূর্ণ সিরিজটি। নিবেদনে রাজা চন্দ ফিল্মস। সিরিজের কাহিনি-চিত্রনাট্যকার অর্ণব ভৌমিক। অভিনেত্রী পিয়ান সরকারকে মানসীর বোনের চর𒀰িত্রে এবং দেবতনুকে তার স্বামীর চরিত্রে দেখা যাবে। আগামী মার্চে ওটিটি প্ল্যাটফর্মে ক্লীক-এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। ⛄;